মন ভালো করে দেওয়া ভিডিও, একটু জলের জন্য ছোট্টো কাঠাবেড়ালির সে কি কাকতিমিনতি!

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হচ্ছে বহু ভিডিও। মানুষকে নিয়ে যেমন কিছু ভিডিও থাকে, তেমনই জন্তু জানোয়ার, পশু পাখি নিয়েও জনপ্রিয় হয় ভিডিও। সম্প্রতি তেমনই একটি…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হচ্ছে বহু ভিডিও। মানুষকে নিয়ে যেমন কিছু ভিডিও থাকে, তেমনই জন্তু জানোয়ার, পশু পাখি নিয়েও জনপ্রিয় হয় ভিডিও। সম্প্রতি তেমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়েছে। সেখানে একটি কাঠবেড়ালিকে দেখা গিয়েছে মুখ্য চরিত্রে।

Advertisements

সম্প্রতি একটি কাঠবিড়ালির ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে। ভিডিওটিতে সেই কাঠবেড়ালিটিকে এক ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করতে দেখা গিয়েছে । রেডিটে নামে বহুল প্রচলিত এক সামাজিক মাধ্যমে শেয়ার করা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কাঠবিড়ালিটি কীভাবে জলের বোতল হাতে থাকা ওই ব্যক্তির কাছে ছুটে এসেছিল। ব্যক্তির কাছে আসার পর সে জলের জন্য কানতিমিনতি করতে থাকে।

Advertisements

ভিডিওটি অবশ্য নতুন নয়, বেশ পুরানোই বলা চলে। তবে রেডিটে নতুন করে আবার শেয়ার হওয়ার পরে এটি আবারও মানুষের মনোযোগ আকর্ষণ করছে। কাঠবেরালিটি যেমন জলের বোতল হাতে নিয়ে থাকা ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, তেমনই ভিডিওটি দৃষ্টি আকর্ষণ করেছে নেট দুনিয়ার বাসিন্দাদের।

লোকটিও শীঘ্রই বুঝতে পারে যে কাঠবিড়ালিটি তার হাতে থাকা বোতলের জলের জন্য এতো কসরত করছে। লোকটি ভালো মনের। তৃষ্ণার্তকে জল দান করেছেন। জল প্রত্যাশি কাঠবেড়ালির মুখের সামনে জলের বোতল ধরে জল খেতে সাহায্য করেছেন। তৃষ্ণা নিবারণের সাথে সাথে সেখান থেকে প্রস্থান করে কাঠবেড়ালিটি।

ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে ৯৩ হাজারেরও বেশি আপভোট পেয়েছে রেডিটে। সংখ্যাটি ক্রমে বেড়েই চলেছে এখনও। সেই সঙ্গে পোস্টে এসেছে অনেক কমেন্ট। একজন রেডিট ব্যবহারকারী পোস্টে কমেন্ট করেছেন, “এটি আশ্চর্যজনক যে প্রাণীরা কীভাবে মানুষের সাথে বাস করতে শিখেছে। তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন কৌশল রপ্ত করেছে।” আরও একজন লিখেছেন, “ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।“

Dry Squirrel Asks Human for a Drink of Water.
by u/SonicAkshay_26 in interestingasfuck

Advertisements