বিগত বেশ কয়েক বছরে আধার কার্ড হয়ে উঠেছে ভারতের একমাত্র প্রয়োজনীয় নথি। আজ্ঞে হ্যাঁ, যে কোন সরকারি সুবিধা গ্রহণ করতে হলে এখন আধার কার্ড থাকা বাধ্যতামূলক। শুধু সরকারি সুবিধা নয়, বর্তমানে একাধিক বেসরকারি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহার করছেন গ্রাহকের আধার কার্ড। শুধু তাই নয়, বর্তমানে সমস্ত ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে গ্রাহকের আধার কার্ড হয়ে উঠেছে একমাত্র প্রয়োজনীয় ডকুমেন্ট। আধার নম্বরের মাধ্যমে খুব সহজেই যেকোনো CSC পয়েন্ট থেকে টাকা তোলা কিংবা জমা দিতে পারেন গ্রাহকরা। আর এটাই ঘটেছে সমস্ত বিপত্তি। গ্রাহকের সামান্য একটি ভুলে খোয়া যেতে পারে ব্যাংকের সমস্ত টাকা।
আজকাল গ্রাহকরা আধার কার্ড এবং মোবাইল OTP কিংবা আঙ্গুলের ছাপের মাধ্যমে যেকোন CSC পয়েন্ট থেকে সার্ভিস গ্রহণ করে থাকেন। আর বিশেষ এই সুবিধাটিকে অপব্যবহার করতে শুরু করেছে একদল দুষ্কৃতিকারী। আজ্ঞে হ্যাঁ, আপনার আধার নম্বর এবং আঙুলের ছাপ চুরি করে যে কোন মুহূর্তে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা ভ্যানিশ করে দেওয়ার পরিকল্পনা করছে এই সমস্ত ব্যক্তিরা। তবে শুধুমাত্র আপনার আঙ্গুলের ছাপ কিংবা শুধুমাত্র আপনার আধার কার্ডের নম্বার দিয়ে ব্যাংকের একাউন্ট থেকে টাকা তুলতে পারবে না এই সমস্ত ব্যক্তিরা।
তবে বিশেষ এই সমস্যার সমাধানও করেছে এরা। সম্প্রতি বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, সাইবার অপরাধীরা সম্পত্তি রেজিস্টার নথি থেকে আঙুলের ছাপ কপি করেছে এবং আধার সক্ষম পেমেন্ট সিস্টেম ব্যবহার করে লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে। মিডিয়ার রিপোর্টে আরও দাবী করা হয়েছে, 2022 সালের ডিসেম্বরে হরিয়ানার পালওয়ালের একটি তহসিল থেকে লোকেদের আধার নম্বর এবং আঙ্গুলের ছাপ চুরি করেছিল এই সমস্ত দুষ্কৃতিকারীরা। তবে শুধুমাত্র আধার নম্বর দিয়ে ব্যাংক থেকে টাকা তোলা সম্ভব নয় বলে সরাসরি জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। আর এই সমস্ত জালিয়াতি কারী যেন কৃত্রিম আঙ্গুলের ছাপ ব্যবহার করে ব্যাংক থেকে টাকা অপসারণ করতে না পারে তার জন্য খুব শীঘ্রই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন ব্যবহার করার পরিকল্পনা করেছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক।