সরকারের অনেক নির্দেশকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি না। যার ফল ভুগতে হয় পরে। সরকারের নির্দেশ মতো কাজ করলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু সবাই তো আর সমান হন না। তাই আধার কার্ড ও প্যান কার্ড সংক্রান্ত এই নির্দেশকেও হয়তো অনেকে উপেক্ষা করছেন। এর ফল হতে পারে মারাত্মক। যদি ভুল না করতে চান তাহলে পড়ুন এই প্রতিবেদনটি।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অনেক দিন আগে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করতে বলা হয়েছিল। সরকারের নির্দেশ মতো অনেকেই এই কাজ করে রেখেছেন আগেভাগে। আবার অনেকে আছে যারা সরকারী নির্দেশের তোয়াক্কা করেননি। তাদের জন্য অপেক্ষা করে রয়েছে সমূহ বিপদ। অকেজো হয়ে যেতে পারে প্যান কার্ড।
আপনারা জানেন না প্যান কার্ড একজন ভারতীয় নাগরিকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বৈধ প্যান কার্ড ছাড়া কোনো কাজ করা যায় না। বৈধ প্যান কার্ড না থাকলে অচিরে আটকে যেতে পারে কাজ। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একবার নিষ্ক্রিয় হয়ে গেলে উপভোক্তা সমস্ত সরকারী সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রেও সমস্যা পড়তে পারেন।
তবে নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্যান কার্ডকে আবার সক্রিয় করার উপায় রয়েছে। এর জন্য সময় লাগলেও কাজটা সম্ভব, কিছু টাকাও খরচ হতে পারে। প্যান কার্ড ঠিক রাখার জন্য আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রাখা আবশ্যক। সময়ের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করালে পরে লাগবে ১,০০০ টাকা। চার্জ বাবদ এই টাকা দিতে হতে পারে। কর্তৃপক্ষের কাছে আধার সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়ার পরে প্যান কার্ড আবার সক্রিয় হবে। এর জন্য মাস খানেক সময় লাগতে পারে। ততদিন আপনাকে থাকতে হবে বৈধ প্যান কার্ড ছাড়াই।