বন্ধ হয়ে যাচ্ছে রেশন! সরকারের সিদ্ধান্তে রাতের ঘুম ছুটে যাওয়ার মতো অবস্থা

এখন বিভিন্ন জরুরি নথির সঙ্গে আধার কার্ড লিংক করার কথা বলছে কেন্দ্র। সম্প্রতি আধার কার্ড ও প্যান কার্ড লিংক করার ব্যাপারে বারংবার নির্দেশ দেওয়ার হয়েছে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

এখন বিভিন্ন জরুরি নথির সঙ্গে আধার কার্ড লিংক করার কথা বলছে কেন্দ্র। সম্প্রতি আধার কার্ড ও প্যান কার্ড লিংক করার ব্যাপারে বারংবার নির্দেশ দেওয়ার হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই লিংক করার ব্যাপারটি নিয়ে সাধারণ মানুষের একাংশের মনে রয়েছে অনেক সংশয় বা প্রশ্ন। এবার রেশন কার্ড দিয়েও এল বড় আপডেট। আপনার একটি ভুলের জন্য বন্ধ হয়ে যেতে পারে রেশন পরিষেবা।

Advertisements

মারাত্মক এই ভুলটি করেছেন কি না সেটা জানানো জন্যই এই প্রতিবেদন। সেই সঙ্গে ভুল শোধরানোর উপায়টাও আমরা জানিয়ে দিচ্ছে আপনাকে। আধার কার্ড এবং প্যান কার্ড যেমন লিংক করাতে হচ্ছে, তেমনই রেশন কার্ডের সঙ্গেও প্যান কার্ডের সংযুক্তি করার ব্যাপারে কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ না মানলেই অসুবিধা।

Advertisements

তবুও মানুষকে স্বস্তি দিতে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। রেশন ও আধার কার্ড লিঙ্ক করার জন্য ৩০ জুন ২০২৩ কে বেছে নেওয়া হয়েছিল চূড়ান্ত তারিখ হিসেবে। কিন্তু এই সময়ের মধ্যে অনেকের হয়তো লিংক করানো হবে না। সে কথা অনুমান করে এই সময় বাড়ানো হয়েছে। এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ড ও রেশন কার্ড লিংক করার সর্বোচ্চ সময় ধার্য করেছে কেন্দ্র। এটাই হয়তো শেষবারের মতো সময় বাড়লো সরকার। এরপর লিংক না করলে হয়তো সোজা অ্যাকশন।

Aadhaar ration link

অন্তিম তারিখের আগে e-kyc না করা হলে, উক্ত ব্যক্তিরা রেশন প্রকল্পের সুবিধা থেকে সরাসরি বঞ্চিত হতে পারে। আপনি নিজেও খুব সহজে বাড়ি বসে লিংক করিয়ে নিতে পারবেন। আর নাহলে বাড়ির সামনের কোনো সাইবার ক্যাফেতে চলে যান। ওখানে সঠিক তথ্য দিয়ে করিয়ে নিন লিংক। ব্যাস, এবারে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।

Advertisements