চলে গেলেন অভিনেত্রী ও মডেল পুনম পান্ডে। ২ ফেব্রুয়ারি পুনম পান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রীর মৃত্যুর খবর শেয়ার করা হয়। পুনমের আকস্মিক মৃত্যুর খবর অবাক করেছে সকলকে। পুনম পাণ্ডের বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। তবে কবে, কোথায় মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা পোস্টে লেখা হয়েছে, “আজকের সকালটা আমাদের জন্য কঠিন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে জরায়ুর ক্যান্সারের কারণে আমরা আমাদের প্রিয় পুনমকে হারিয়েছি। যারাই তাঁর সংস্পর্শে এসেছেন, সকলেই তাঁকে ভালোবেসে দেখেছেন। এই দুঃখের সময়ে, আমরা গোপনীয়তার অনুরোধ করব। আমরা যা কিছু ভাগ করে নিয়েছি তার জন্য আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করব।”
অভিনেত্রীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ভক্তরা গভীর শোকে মুহ্যমান এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোক প্রকাশ করছেন।
View this post on Instagram
পুনম পাণ্ডের আকস্মিক মৃত্যুর খবরে চমকে গিয়েছেন ডিজাইনার রোহিত ভার্মাও। তিনি তার পোস্টে জানিয়েছেন, দু’দিন আগে মুম্বাইয়ে পুনম পান্ডের সঙ্গে শুটিং করেছেন তিনি। রোহিত জানিয়েছেন, দলের তরফে তাঁকে জানানো হয়েছে, তিনি নিজের শহর কানপুরে গিয়েছেন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।