মাঠের বাইরে তিনি এখনও অনেকের কাছে ক্যাপ্টেন। রাস্তায় নিজের পছন্দের গাড়ি চালানো হোক কিংবা বিমান যাত্রা, সকলের দৃষ্টি আকর্ষণ করেন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে অনেক দিন আগে। কিন্তু ক্লাব ক্রিকেটে তার মগজের পরিচয় পাওয়া গিয়েছে আগের মতো। চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবারের মতো ইন্ডিয়ান সুপার লীগ চ্যাম্পিয়ন করেছেন ক্যাপ্টেন কুল। সম্প্রতিতম আইপিএলে মাহি হয়ে উঠেছিলেন টুর্নামেন্টের কেন্দ্র বিন্দু।
তার অবসর নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু মানুষের মন থেকে যে এখনও অবসর নেননি সেটা স্পষ্ট। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও দেখার পর নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাইশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে করে মাহি কোথাও একটা যাচ্ছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী সাক্ষী।
ভিডিওটি কবেকার, ধোনি কোথায় যাচ্ছেন ইত্যাদি কিছু জানা যায়নি। দেখা যাচ্ছে, বিমানে যাত্রাকালে একটু ঘুমিয়ে নিচ্ছেন তিনি। আর সেই ফাঁকে তোলা হচ্ছে একটি ভিডিও। মাহির পাশাপাশি ভিডিওতে দেখা গিয়েছে একজন বিমান সেবিকাকে। ভিডিওটি যে লুকিয়ে তোলা হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আড়াল থেকে হাসতে দেখা যাচ্ছে বিমান সেবিকাকে।
এই ভিডিও দেখে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন এই ভিডিওটি কিউট। আবার কেউ বলছেন মারাত্মক অপরাধ। কারও অজান্তে ভিডিও তোলা গোপনীয়তা লঙ্ঘন করার মতো অপরাধ বলে অনেকের অভিযোগ। এমনটি বিমান সেবিকার শাস্তির দাবি উঠেছে নেট পাড়ায়।
Fan Girl Moment 💫🌟✨ pic.twitter.com/f2SwD5j5TD
— Akassh (@BhoolNaJaana) July 30, 2023