দেশের মানুষের কপালে ফের পড়তে চলেছে দুশ্চিন্তার ভাঁজ। কারণ ফের বাড়ানো হয়েছে LPG গ্যাস সিলিন্ডারের দাম। আগের থেকে এক ধাক্কায় অনেকটা বাড়ল সিলিন্ডারের দাম।
রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম প্রায়শই উঠে আসে আলোচনার শীর্ষে। ধারাবাহিকভাবে দাম বাড়ার ফলে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কপালে পড়তে শুরু করেছিল চিন্তার ভাঁজ। মাঝে কিছুটা সময় গ্যাস সিলিন্ডারের দামে খুব একটা হেরফের হয়। তবে আবারও খবরে উঠে এল দাম বৃদ্ধির বিষয়টি। মাসের শুরুর দিকে গ্যাসের দাম আপডেট করা হয়ে থাকে।
জুন মাসের শুরু দিকে সিলিন্ডার পিছু দাম কিছুটা কমানো হয়েছিল। সামান্য হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। এরপর ফের দাম বৃদ্ধি। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮৩ টাকা কমানো হয়েছিল। তেল কোম্পানিগুলোর পক্ষ থেকে দাম আপডেট করা হয়েছে। দেখা যাচ্ছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ফের ঊর্ধ্বমুখী। আগের থেকে ৭ টাকা দাম বাড়ানো হয়েছে। অন্য দিকে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম অবশ্য একই রয়েছে।
বিভিন্ন মিডিয়া রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী, দেশের রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৭ টাকা করে। আগে রাজধানী শহরে কর্মাশিয়াল গ্যাসের দাম ছিল ১ হাজার ৭৭৩ টাকা। এখন সেটা বেড়ে হয়েছে ১ হাজার ৭৮০ টাকা। ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনো হেরফের হয়নি। আগের মতো এখনও দিল্লিতে ডোমেস্টিক সিলিন্ডারের দাম ১ হাজার ১০৩ টাকাই রয়েছে।
তেল বিপণন কোম্পানিগুলো গত ৪ মাস ধরে ক্রমাগত গ্যাস সিলিন্ডারের দামে লাগাম টানার চেষ্টা করেছিল। ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল সাধারন মানুষ । এবার ফের দাম কিছুটা বেড়ল। ১ মার্চ বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২১১৯.৫০ টাকা। এর পর এপ্রিলে তা কমে হয় ২০২৮ টাকা। মে মাসে তা বেড়ে হয়েছে ১৮৫৬.৫০ টাকা এবং ১ জুন ১৭৭৩ টাকা। চার মাস পর সিলিন্ডারের দাম বেড়েছে ৭ টাকা।