তুমুল হাততালির সঙ্গে হুইসেল, মঞ্চে আবার আগুন ধরালেন মুসকান বেবি

আরও একবার আলোচনায় উঠে এলেন নেট দুনিয়ার নতুন সেনসেশন মুসকান বেবি। হরিয়ানার বিখ্যাত স্টেজ পারফর্মার মুসকান বেবিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা চলছে। অল্প দিনের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আরও একবার আলোচনায় উঠে এলেন নেট দুনিয়ার নতুন সেনসেশন মুসকান বেবি। হরিয়ানার বিখ্যাত স্টেজ পারফর্মার মুসকান বেবিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা চলছে। অল্প দিনের মধ্যেই নেটিজেনদের অনেকে তাঁকে খুব পছন্দ করতে শুরু করেছে। যার ফলে তার ফ্যান ফলোয়িংও দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি মুসকানের একটি নাচের ভিডিও বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কারণ এই ড্যান্স পারফরম্যান্সের মাধ্যমে তিনি প্রসিদ্ধ স্বপ্নাকেও বেশ কড়া প্রতিদ্বন্দ্বিতা দিয়েছেন। শুধু অন্যকে টক্কর দেওয়াই নয়, নিজেও নাচ করেছেন একেবারে মন দিয়ে।

Advertisements

ইউটিউবে আপলোড হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে মুসকান একটি লাল স্যুট পরে মঞ্চে খুব সাবলীলভাবে নেচে চলেছেন। লাইভ আপলোড হওয়া ভিডিওটি ফোকাস ছিল মঞ্চের দিকে। তবুও মুসকান বেবির নাচ দেখে উপস্থিত দর্শক যে প্রচণ্ড উৎফুল্ল সেটা ক্যামেরায় না দেখলেও বোঝা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে ব্যাপক হাততালি ও সিটি দেওয়ার আওয়াজ। ভিডিওর একটি অংশে দেখা গিয়েছে যে মুসকান বেবি তার উপর জল ঢেলে উদ্দাম ভঙ্গিতে নেচে চলেছেন। সেখানে উপস্থিত লোকেরা তার এই পারফরম্যান্স ক্রমে বাড়িয়ে চলেছেন হাততালির শব্দ।

Advertisements

মুসকান বেবির এই নাচের ভিডিওটি ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করছে। আপনি ইউটিউবে তাশান হরিয়ানভিতে এই ভিডিওটি দেখতে পাবেন। ভিডিওটি এখনও পর্যন্ত ৯ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। এই ভিডিওতে মুসকান বেবির নাচ দেখে আপনিও তার ভক্ত হয়ে যাবেন। মুসকান বেবির নাচ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসে তার অনুষ্ঠানে।

Advertisements