কোটি কোটি অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠাচ্ছে কেন্দ্র, দ্রুত হতে অর্থলাভ

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে ২,০০০ টাকার ১৪তম কিস্তি স্থানান্তর করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই কিস্তির অর্থ থেকে প্রায়…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে ২,০০০ টাকার ১৪তম কিস্তি স্থানান্তর করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই কিস্তির অর্থ থেকে প্রায় ৯ কোটি কৃষক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। যার বাজেটও প্রস্তুত করা হয়েছে।

Advertisements

সরকারি রিপোর্ট অনুযায়ী, প্রায় ১২ কোটি কৃষক পিএম কিষান নিধি যোজনার সঙ্গে নিজেদের যুক্ত করেছেন। তবে বড় আকারে ছাঁটাই হয়েছে। প্রথম দিনে আনুমানিক ৩ কোটি অ্যাকাউন্টে হয়তো টাকা পাঠানো হবে না, তার কারণ এখনও প্রকাশ করা হয়নি। যাই হোক, সরকার আনুষ্ঠানিকভাবে কিস্তির টাকা পাঠানোর কথা ঘোষণা করেছে।

Advertisements

কেন্দ্রীয় সরকার পরিচালিত জনকল্যাণমূলক পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের উদ্দেশ্য হল জনগণকে আর্থিক সহায়তা প্রদান করা। সরকারের উদ্দেশ্য হল চাষের জন্য সার এবং বীজ যাতে কৃষকরা কোনো অসুবিধা ছাড়াই কিনতে পারে সেটা সুনিশ্চিত করা। প্রকল্পের আওতায় সরকার ২,০০০ টাকার তিনটি কিস্তিতে বছরে মোট ৬ হাজার টাকা পাঠানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি কিস্তির মাঝে চার মাসের ফাঁক রাখা হয়।

সরকার এখনও পর্যন্ত ২,০০০ টাকার তেরো কিস্তিতে এই প্রকল্পের সাথে যুক্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে ২৬,০০০ টাকা স্থানান্তর করেছে। এবার ১৪তম কিস্তির অপেক্ষারও অবসান হবে যে কোনো দিন। সরকার ২০২৩ সালের ২৮ জুলাই অ্যাকাউন্টে ১৪তম কিস্তির টাকা পাঠাতে চলেছে বলে অনেকে মনে করছেন। এ ব্যাপারে ইতিমধ্যে আলোচনা দ্রুত গতিতে চলছে বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করজ পারেন।

PMKSN

পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা চেক করা যাবে খুব সহজে। আপনি ঘরে বসেই কিস্তির টাকা চেক করতে পারেন। এজন্য আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনার মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়েও সরকার এই তথ্য সরবরাহ করবে।

Advertisements