মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ সাধন করার জন্য তৈরি হয়েছিল টেলি যোগাযোগ ব্যবস্থা। সেখান থেকে আজকের ফোন ইন্টারনেট। প্রতি টেলিকম সার্ভিস প্রোভাইডার এমন অনেক প্ল্যান বাজারে নিয়ে আসে যেটা সবার চোখে বেশ আকর্ষণীয় মনে হয়। যেমন ধরুন এয়ারটেলের এই ফ্ল্যামিলি প্ল্যান। এয়ারটেল ৯৯৯ টাকার ফ্যামিলি প্ল্যান নিয়ে এসেছে। যার সাহায্যে ৫ জন সদস্য একক রিচার্জে ইন্টারনেট কলিং সহ অন্যান্য সুবিধার নিতে পারবেন।
এয়ারটেলের জারি করা ফ্যামিলি প্ল্যানটি পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হয়েছে। এই প্ল্যানের সুবিধা শুধুমাত্র পোস্টপেইড ব্যবহারকারীর জন্য উপলব্ধ। এই প্ল্যানের মাধ্যমে আপনি আপনার পরিবারের পাঁচটি মোবাইল নম্বর একসাথে সক্রিয় রাখার সুবিধা পাবেন। আপনার পরিবারের একজন সদস্য রিচার্জ করলে বাকি ৪ জন সদস্য এই সুবিধা পাবেন।
কী কী সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে?
- পাঁচটি নম্বরেই আনলিমিটেড কলিং সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে।
- প্রতিদিন ১০০টি এসএমএস ফ্রি পাবেন।
- এই রিচার্জের মাধ্যমে আপনি ১০০ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন, যা আপনি পাঁচটি নম্বরে ব্যবহার করতে পারবেন। এর জন্য প্রথমে অন্য চারটি পরিবারের নম্বর রেজিষ্টার করতে হবে।
- এ ছাড়া এই রিচার্জে ১ বছর পর্যন্ত বিনামূল্যে ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন পাবেন।
- রিচার্জের পাশাপাশি আপনি অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনও পাবেন একেবারে বিনামূল্যে।
- এ ছাড়া এই রিচার্জে ফ্রি হ্যালো টিউন, ওয়াইএনসি মিউজিক সহ নানা ধরনের সুবিধা পাবেন।
এয়ারটেলের নতুন এই প্ল্যান পেতে হলে আপনাকে নিকটস্থ এয়ারটেল সেন্টারে যেতে হবে। এই প্ল্যানটি ঘরে বসেই আপনি পেয়ে যাবেন। এয়ারটেল পোস্টপেইড প্ল্যানের জন্য আপনি ঘরে বসেই একটি রিকোয়েস্ট পাঠাতে পারেন, কোম্পানির ব্যক্তির বাকি কাজ এসে করে দেবেন।