Airtel vs Jio : ২০৯ টাকায় কার রিচার্জ প্ল্যান সেরা? নিজেই বিচার করে নিন

ভারতে টেলিকম সার্ভিস ব্যবসায় প্রতিযোগিতা বেড়ে গিয়েছে প্রচণ্ড মাত্রায়। বিশেষত জিও মার্কেট দখল করার পর থেকে। প্রতি টেলিকম সার্ভিসের পক্ষ থেকে দেওয়া হয় আকর্ষণীয় অফার।…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতে টেলিকম সার্ভিস ব্যবসায় প্রতিযোগিতা বেড়ে গিয়েছে প্রচণ্ড মাত্রায়। বিশেষত জিও মার্কেট দখল করার পর থেকে। প্রতি টেলিকম সার্ভিসের পক্ষ থেকে দেওয়া হয় আকর্ষণীয় অফার। কম দামের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়ে থাকে কোম্পানিগুলো। এই পরিস্থিতিতে কোন কোম্পানির রিচার্জ প্ল্যান গ্রহণ করলে একটু বেশি সুবিধা পাওয়া যাবে সেটা ঠিক করা সহজ হয় না। এই সংক্রান্ত একটি সমস্যা দূর করতে এই প্রতিবেদন।

Advertisements

Jio এবং Airtel এর মধ্যে এখন জোর টক্কর চলছে। দুই সংস্থার পক্ষ থেকে এমন কিছু রিচার্জ প্ল্যান অফার করা হয় যা প্রায় একই। দামে একই এবং সুযোগ সুবিধা উনিশ বিশের। দুই কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় ২০৯ টাকার একটি রিচার্জ প্ল্যান। কোনটা নিলে বেশি লাভ হতে পারে সেটাই আজকের আলোচনার বিষয়।

Advertisements

Airtel vs jio

জিওর ২০৯ টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানে রিচার্জ করলে ২৮ জিবি ফোরজি মোবাইল ডেটা, প্রতিদিন ১০০ টি এসএমএস সহ আনলিমিটেড ভয়েস কল এবং ২৮ দিনের মেয়াদে জিও অ্যাপসের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও জিওর এই ২০৯ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধাগুলির মধ্যে রয়েছে বিনামূল্যে জিওটিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিওক্লাউড মেম্বারশিপ। এছাড়াও আপনাকে জিও সিনেমা এবং জিও টিভির মতো অন্যান্য জিও অ্যাপ্লিকেশনগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে।

এয়ারটেলের ২০৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ২০৯ টাকার এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ১ জিবি হাই স্পিড ডেটার পাশাপাশি যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। এছাড়াও প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। এমনকি এয়ারটেল আপনাকে জিওর মতো বিনামূল্যে বিভিন্ন সাবস্ক্রিপশনের সুবিধা প্রদান করছে। তবে এই দুই কোম্পানির প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল রিচার্জ প্ল্যানের মেয়াদকাল। জিও এই প্ল্যানের মাধ্যমে তার ব্যবহারকারীদের ২৮ দিনের বৈধতা দিচ্ছে, এয়ারটেল দিনের ২১ দিনের মেয়াদ।

Advertisements