আলবিদা অল্টো ৮০০, বাজার দখল করতে চলেছে মারুতিরই আরও একটা ধামাকা গাড়ি

মারুতি শুধু একটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি নয়, বহু ভারতবাসীর কাছে আবেগের অন্যতম নাম। নব্বইয়ের দশকে সেই যে মারুতি ৮০০ লঞ্চ হয়েছিল, ২০২৩ সালেও চর্চায় থাকে…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

মারুতি শুধু একটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি নয়, বহু ভারতবাসীর কাছে আবেগের অন্যতম নাম। নব্বইয়ের দশকে সেই যে মারুতি ৮০০ লঞ্চ হয়েছিল, ২০২৩ সালেও চর্চায় থাকে এই সিটি কার। সময়ের সঙ্গে বন্ধ হয়েছে মারুতি ৮০০-এর প্রোডাকশন। বাজারে ছোটো গাড়ির রাজত্ব একাই দখল করে রেখেছে অল্টো ৮০০। কিংবদন্তি গাড়ির নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই অল্টোর নাম রাখা হয়েছিল।

Advertisements

এবার অল্টো ৮০০ এরও বিদায় নেওয়ার সময় হয়েছে। বাজারে আসবে তার উত্তরসূরি। অনেকেই হয়তো ইতিমধ্যে সেই কথা শুনেছেন। সাধারণ মানুষের ভালো জন্য অটোমোবাইল সেক্টরে একাধিক নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার। তাই সময়ের আগেই হয়তো আলবিদা জানতে হচ্ছে মারুতি ৮০০-কে।

Advertisements

মারুতি অল্টো ৮০০ ভারতের অন্যতম সফল গাড়িm মারুতির এই গাড়িটি শুধু সস্তাই নয়, সেরা মাইলেজও প্রদান করে। যার ফলে ছোট পরিবার থেকে শুরু করে অফিসের কোনো কাজ, পর্যটন ক্ষেত্রেও এই গাড়ির জুড়ি মেলা ভার। মারুতির গাড়ির মেইনটেন্যন্স কস্ট নিয়ে নতুন করে আর কী বলার থাকবে! মাত্র ২.৬৯ লক্ষ টাকা দামের এই গাড়িটি ভারতের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড মারুতির এখনও পর্যন্ত সবথেকে বড় ব্লকবাস্টার বলা চলে। ৭৯৬ সিসি ইঞ্জিনের পেট্রোল। হাইহওয়ে বা কম ব্রেক ব্যবহার করে টানা গাড়ি ছোটালে লিটার প্রতি সর্বোচ্চ ২৫ কিলোমিটার মাইলেজ দিতে পারে এই গাড়িটি।

ভারত সরকারের পরিবর্তিত নির্গমন নিয়মের কারণে মারুতি ২০২৩ সালের মার্চের পরে অল্টো ৮০০ বন্ধ করে দেবে বলে ইতিমধ্যে শোনা গিয়েছে। বন্ধ হতে চলেছে কিংবদন্তি প্রায় গাড়ির প্রোডাকশন। এর ফলে বিক্রির জন্য মারুতি অল্টো ৮০০ এখন থেকে শুধুমাত্র তাদের পুরানো স্টকের গাড়িগুলো শোরুমে রাখবে। মারুতি অল্টো ৮০০-এর অন রোড প্রাইস রাজ্য এবং শহর ভেদে কিছুটা আলাদা হতে পারে। তবে সাধারণত এই গাড়িটির অন রোড প্রাইস আনুমানিক ৩.১ লক্ষ টাকা হয়ে থাকে।

৮০০’র উত্তরসূরি ইতিমধ্যে বাজারে হাজির হয়েছে। দাম যথারীতি পকেটের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। মাইলেজও সেই আগের মতোই। ২২-২৫ কিলোমিটার মাইলেজ প্রদান করতে সক্ষম অল্টো কে১০। এই গাড়ির ফ্যাক্টরি-ফিটিং সিএনজি ভার্সন প্রতি কেজি ৩৫ কিলোমিটার জ্বালানি সাশ্রয় করতে সক্ষম। কে১০- এর দাম হবে মাত্র ৩.৫ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত।

Advertisements