৭০ কিলোমিটারের অসাধারণ মাইলেজ, এর থেকে সাশ্রয়ী বাইক আর দ্বিতীয়টি নেই

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকা বাইকের মধ্যে অবশ্যই ওপরের দিকে থাকবে Bajaj এর নাম। ভারতীয় গ্রাহকদের নার্ভ বুঝে তারা বাজারে নিয়ে আসে তাদের নতুন উদ্ভাবন বা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকা বাইকের মধ্যে অবশ্যই ওপরের দিকে থাকবে Bajaj এর নাম। ভারতীয় গ্রাহকদের নার্ভ বুঝে তারা বাজারে নিয়ে আসে তাদের নতুন উদ্ভাবন বা বাইক। মাইলেজ এবং পকেট বান্ধব বাইকের কথা বলতে গেলে অনেকের মনে আসতে পারে Bajaj Platina 110 এর নাম। এই ভাবনা অবশ্য ভুল কিছু নয়। কারণ সত্যি এই বাইক মধ্যবিত্ত পরিবারের জন্য একেবারে আদর্শ বলা চলে। বাইকে যেমন রয়েছে প্রয়োজনীয় একের পর এক ফিচার, তেমনই রয়েছে দুর্দান্ত মাইলেজ দেওয়ার ক্ষমতা। আসুন জেনে নেওয়া যাক Bajaj Platina 110 সম্পর্কে আরও দু চার কথা। বাজাজের প্লাটিনা আগের চেয়ে অনেক নিরাপদ বাইক হয়ে উঠেছে। সংস্থাটি এই বাইকটিতে এবিএসের মতো সুরক্ষা বৈশিষ্ট্য যুক্ত করেছে। এই ফিচার পাওয়ার পর ১০০ ও ১১০ সিসি সেগমেন্টে এটিই হবে প্রথম বাইক যা এবিএস অফার করছে। অ্যান্টি ব্রেক সিস্টেমের কারণে এই বাইক নিরাপত্তার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। বাইকটি পুরোপুরি থামাতেও আগের চেয়ে কম সময় লাগবে। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে, যার মধ্যে ৪৫ শতাংশই দুই চাকার গাড়ির কারণে ঘটে থাকে। ব্রেকিং অনেক সময় রাইডারের চিন্তার কারণ হয়ে থাকে। বাজাজ প্লাটিনায় সেই সমস্যা অনেকটা দূর করা হয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন Bajaj Platina 110 এ রয়েছে ১১৫.৪৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। আপডেটেড এই ইঞ্জিন ৮.৬ বিএইচপি এবং ৯.৮১ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটিতে থাকছে ফাইভ গিয়ার ট্রান্সমিশন। প্লাটিনা ১১০ এবিএস-এ পেছনে ডুয়াল স্প্রিং শক শোষণকারী এবং বাইকটিতে টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক দেওয়া হয়েছে। সামনের চাকায় ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। বাইকটির অন রোড দাম পড়তে পারে সত্তর হাজারের কিছু বেশি।

Advertisements
Advertisements