Galaxy A23 5G: মাত্র 23 হাজারে কিনুন Samsung-এর 5G ফোন, 50MP ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফির্চাস

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, তবে নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে মাত্র 23…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, তবে নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে মাত্র 23 হাজার টাকায় Samsung Galaxy A23 5G মোবাইলটি নিজের করে নিতে পারবেন। তবে অফারটি জানার পূর্বে চলুন জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই মোবাইলের অবিশ্বাস্য কিছু ফির্চাস সম্পর্কে-

Advertisements

Samsung Galaxy A23 5G স্মার্টফোনের কথা বলি, তবে এই মোবাইলটিতে আপনি 120Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পাবেন। পাশাপাশি ডিসপ্লের সুরক্ষায় কোম্পানির তরফ থেকে Gorilla Glass 5-এর প্রটেকশন পাবেন আপনি। বর্তমানে ভারতের বাজারে দুটি ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে দুর্দান্ত এই মোবাইলটি। যেখানে চাইলে আপনি 6GB RAM+128GB STORAGE অথবা 8GB RAM+128 GB STORAGE ভেরিয়েন্টের মোবাইল ক্রয় করতে পারবেন।

Advertisements

যদি দুর্দান্ত এই মোবাইলের ক্যামেরার কথা বলি, তবে এই হ্যান্ডসেটের পেছনে চারটি ক্যামেরা পাবেন আপনি। যেখানে প্রাথমিক ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের সেন্সর+2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর+2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর+5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পাবেন। পাশাপাশি সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেলের একটি শক্তিশালী ক্যামেরা পাবেন ফোনটিতে। পাশাপাশি 5,000mAh শক্তিশালী ব্যাটারি প্যাকেজও পাবেন গ্রাহকরা।

যদি দুর্দান্ত এই মোবাইলটির বর্তমান বাজার মূল্যের কথা বলি, তবে অনলাইন প্লাটফর্ম অ্যামাজনে এই মোবাইলটি 30,990 টাকায় বিক্রি হচ্ছে। তবে বর্তমানে এই ফোনটির জন্য দুর্দান্ত একটি অফার দিচ্ছে অ্যামাজন। দুর্দান্ত এই স্মার্টফোনটি কেনার জন্য যদি আপনি ব্যাঙ্ক অফ বরোদা কিংবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তবে সরাসরি 2,000 টাকার
ডিসকাউন্ট পাবেন। এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ অফার গ্রহণ করে আপনি আরও 6,000 টাকার ছাড় পাবেন ফোনটি কেনার জন্য। অর্থাৎ মাত্র 23,000 টাকা ব্যয় করে দুর্দান্ত এই স্মার্টফোনটি নিজের করে নিতে পারবেন আপনি।

Advertisements