পকেটে রাখা ৫ টাকার নোট বদলে দেবে ভাগ্য, রাতারাতি হবেন লাখপতি

কার ভাগ্য কী লেখা আছে সেটা কেই বা বলতে পারবেন। চোখের সামনে থাকা তুচ্ছ কোনো জিনিস সময় বিশেষে হয়ে উঠতে পারে অপরিহার্য। কোনো জিনিসের মূল্য…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কার ভাগ্য কী লেখা আছে সেটা কেই বা বলতে পারবেন। চোখের সামনে থাকা তুচ্ছ কোনো জিনিস সময় বিশেষে হয়ে উঠতে পারে অপরিহার্য। কোনো জিনিসের মূল্য কখন বেড়ে যাবে সেটা সবার পক্ষে সব সময় জানা সম্ভব নয়। এই যেমন ধরুন পকেটে থাকা পাঁচ টাকার একটি নোট। প্রতিদিন যেভাবে খরচ হচ্ছে তাতে পাঁচ টাকার নোটের গুরুত্ব এখন যে খুব একটা নেই সেটা বলাই বাহুল্য। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এই পাঁচ টাকার নোট এখন পুরনো হয়ে গিয়েছে। কোনো কোনো নোট হয়তো রীতিমত অ্যান্টিক। অ্যান্টিক জিনিসের দাম যে বেশি হয় সেটা হয়তো অনেকেই জানেন। তাই বলছি পাঁচ টাকার একটা নোট বদলে দিতে পারে আপনার ভাগ্য। কীভাবে পকেটে থাকা পাঁচ টাকার নোটটি কাজে লাগাবেন সেটাই জানানো হবে এই প্রতিবেদনে।

Advertisements

৫ টাকার নোট বিক্রি করতে আপনাকে বিশেষ পরিশ্রম দিতে হবে না। আপনি ঘরে বসে সহজেই ৫ টাকার নোট বিক্রি করতে পারবেন। নোট কিছু পেতে পারেন ৪ লাখ টাকা। এর জন্য আপনাকে এটি অনলাইনে সেল করার সাইটে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এখানে গ্রাহকরা নিজেরাই আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। যেখানে আপনি কাঙ্ক্ষিত মূল্য পেতে পারেন।

Advertisements

পুরনো ৫ টাকার নোট থাকলে আপনার হতে পারে বেশ ভালো রকমের অর্থ লাভ। তবে আপনার ৫ নোটে সিরিয়াল নম্বর ৭৮৬ লেখা থাকা প্রয়োজন। এর পাশাপাশি নোটের পিছনের দিকে ট্র্যাক্টর চালানো কৃষকের ছবি থাকা খুবই গুরুত্বপূর্ণ।

5 rupees note

৭৮৬ লেখা সিরিয়াল নম্বর মুসলিম সমাজে খুব ভাগ্যবান এবং পবিত্র হিসাবে বিবেচিত হয়। যার জন্য লোকেরা মোটা অঙ্কের অর্থ ব্যয় করে। আপনি যদি এই সুযোগটি মিস করেন তবে আপনাকে আফসোস করতে হতে পারে। আপনার কাছে যদি এরকম ৫ টাকার তিনটি নোট থাকে তবে আপনি সেটা বিক্রি করে ১২ লক্ষ টাকা লাভ করতে পারেন।

Advertisements