আপনি যদি এই মুহূর্তে একটি ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে চান এবং সেই স্কুটারটি যদি হয় TVS iQube, তবে আজ আমরা এই নিবন্ধে একজন গ্রাহকের অভিজ্ঞতার কথা শেয়ার করতে চলেছি আপনাদের জন্য। যিনি TVS iQube ইলেকট্রিক স্কুটার বিগত এক বছরে 20,000 কিলোমিটার চালিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে। তিনি জানিয়েছেন TVS iQube ইলেকট্রিক স্কুটারে কেমন ধরনের সুবিধা এবং অসুবিধা রয়েছে। নিবন্ধটি সম্পূর্ণ পড়ার পর আপনি TVS iQube ইলেকট্রিক স্কুটার কিনবেন কি না সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
ওই ব্যক্তির অভিজ্ঞতা জানানোর পূর্বে আমরা আপনাদের জানিয়ে রাখি, TVS iQube মডেলের গাড়িটি 3.4 kWh শক্তি সহ দুটি লিথিয়াম ব্যাটারি দ্বারা চালিত হয়। দুর্দান্ত এই গাড়িটি এক চার্জে 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম এবং সর্বোচ্চ 78 কিলোমিটার গতিতে রাস্তা অতিক্রম পারে।
যে গ্রাহক TVS iQube মডেলের গাড়িটি বিগত এক বছর ধরে চালিয়েছেন তিনি তার অভিজ্ঞতার মাধ্যমে বলেছেন, গাড়িটি সমস্ত ট্যাক্স পরিশোধ করে শো-রুম থেকে ক্রয় করতে তাকে ব্যয় করতে হয়েছিল 1,30000 হাজার টাকা। গাড়িটি চালাতে কিংবা মাইলেজ নিয়ে কোনরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি ওই ব্যক্তিকে। এমনকি গাড়িটি চালিয়ে মোটের ওপর ভালো রেটিং দিয়েছেন ওই ব্যক্তি।
তবে কোম্পানি এবং শোরুমের উপর একাধিক অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। গাড়িটি লোনের মাধ্যমে ক্রয় করার ফলে তাকে অতিরিক্ত 30,000 টাকা খরচ করতে হয়েছে। অর্থাৎ গাড়িটি নিজের করে নিতে সর্বমোট 1,60000 হাজার টাকা খরচ হয়েছে তার। তাছাড়া গাড়িটি শো-রুমে সার্ভিসিং করাতে নিয়ে গেলে কর্মচারীদের তিক্ত ব্যবহারের শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয়, ও শো-রুমের কর্মচারীদের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।