সালমানের সিনেমার গানে নেচে ভাইরাল বিদেশি সুন্দরী, দেখে নিন সেই ভিডিও

রোজকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে ইন্টারনেট। অনেকের কাছে ইন্টারনেট হয়তো শুধু বিনোদন কিংবা যোগাযোগ সাধনের মাধ্যম। কিন্তু অনেকের কাছে সোশ্যাল মিডিয়া রুটিরুজির জায়গা, নিজের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

রোজকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে ইন্টারনেট। অনেকের কাছে ইন্টারনেট হয়তো শুধু বিনোদন কিংবা যোগাযোগ সাধনের মাধ্যম। কিন্তু অনেকের কাছে সোশ্যাল মিডিয়া রুটিরুজির জায়গা, নিজের প্রতিভা প্রকাশ করার জায়গা। ইন্টারনেটের সুফল ও কুফল নিয়ে আগেও আলোচনা হয়েছে, আগামী দিনেও হয়তো প্রচুর আলোচনা হবে।

Advertisements

কিন্তু এটা হয়তো অস্বীকার করতে পারবেন না যে আজ আমাদের চারপাশে যা কিছু কাজ হয়, তার অনেকটা জড়িয়ে রয়েছে নেট মাধ্যমের সঙ্গে। ফলে হাতে নেট থাকলে ফোন নিয়ে একটু টুকটাক চলতে থাকে। যারা নেট স্যাভি তাদের কথা আলাদা। অনেকের কাছে নেট ব্যবহার করা হয়তো রোজের ডাল ভাত, কিন্তু ভেবে দেখুন, অনেকের কাছেই আপাত সহজলভ্য এই বিষয়টি হতে পারে বিরিয়ানি সুলভ।

Advertisements

লকডাউন, অতিমারি নেট জগতের প্রতি মানুষের আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। পড়াশুনা হোক কিংবা রান্নাবান্না, মীমস, বিভিন্ন ভিডিও দেখা হয়ে উঠেছিল লকডাউন জমানার অঙ্গ। মাসের পর মাস মানুষের জীবন কেটেছিল নেট কেন্দ্রিক। তার রেশ এখনও আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে। আগামী দিনেও হয়তো থাকবে। বাড়িতে বসে আমরা শিখেছি দেশ বিদেশের বিভিন্ন আদপকায়দা। উল্টোটাও কিন্তু হয়েছে। মানে আমাদের দেখেও কিছু না কিছু রপ্ত করেছেন বিদেশিরা।

ভারতের প্রতি বিদেশিদের আগ্রহ আজকের নয়। আমাদের দেশের রীতিনীতি, কালচার, পোশাক পরিচ্ছদ, খাওয়াদাওয়া এসবই বিদেশিদের অনেকের আগ্রহের বিষয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে। যেখানে দেখা গিয়েছে এক বিদেশিনী পা মিলিয়েছেন বলিউডের গানে। মেলবোর্নে মেলবোর্ন ইউনিভার্সিটি ট্রান্সপোর্ট ক্লাবে ভারতীয় গানে পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার এক যুবতী। গানটি সবার শোনা সালমান খানের  ‘এক থা টাইগার’ সিনেমার ‘মাশাআল্লাহ’।

 

Advertisements