Bajaj-কে বলে দিন বাই বাই, Honda-র এই স্কুটার থাকলে আর কি চাই!

ভারতীয় বাইক বাজারে বাইকের চাহিদা ক্রমাগত বাড়ছে। প্রতি মাসে বিক্রি হচ্ছে অগুনতি বাইক। তবে পেট্রোল ও ডিজেলের বেশি দামের কারণে সাধারণ মানুষ কিছুটা বিচলিত। কিন্তু…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতীয় বাইক বাজারে বাইকের চাহিদা ক্রমাগত বাড়ছে। প্রতি মাসে বিক্রি হচ্ছে অগুনতি বাইক। তবে পেট্রোল ও ডিজেলের বেশি দামের কারণে সাধারণ মানুষ কিছুটা বিচলিত। কিন্তু এখন কোম্পানিগুলো সময় এবং পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের বাইকে অনেক কিছু বদল করছে। এমন সময়ে আরও ভাল মাইলেজ সহ একটি বৈদ্যুতিক স্কুটার দ্রুত আসতে চলেছে ভারতীয় বাজেট। তাই Honda খুব তাড়াতাড়ি তাদের বিলাসবহুল ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে।

Advertisements

হোন্ডার আসন্ন ইলেকট্রিক স্কুটার মধ্যবিত্তের বাজেটের মধ্যে ভালো বিকল্প হতে পারে। Honda EM 1 ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে কথা বলছি আমরা। জেনে নেওয়া যাক আসন্ন এই বাহনের ফিচার সহ অন্যান্য বৈশিষ্ট্যের দিকে। হোন্ডার এই স্কুটারের গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বলে দাবি করা হয়েছে। ২.২ কিলোওয়াট ক্ষমতার একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত করা হয়েছে স্কুটারটি। ব্যাটারির পাশাপাশি যুক্ত হয়েছে বিএলডিসি প্রযুক্তির একটি ইলেকট্রিক মোটরও।

Advertisements

এ ছাড়া হোন্ডার ইলেকট্রিক স্কুটারে স্টার্ট বাটন, স্পিডোমিটার, স্টোরেজ ক্যাপাসিটি, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ডিসপ্লে, এলইডি লাইট সহ আরও অনেক ফিচার দেখা যাবে। হোন্ডার এই ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে কোনও তথ্য আপাতত প্রকাশ করা হয়নি। সুতরাং এই পরিস্থিতি স্কুটার লঞ্চ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য না করাই ভালো হবে। তবে মনে করা হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারের দাম আপনার বাজেটের মধ্যেই থাকবে।

Honda em 1

Honda বছরের পর ভারতীয় বাজারে রয়েছে। তারা জানে এ দেশের মানুষ ঠিক কি চান। তাই দাম যে খুব আকাশ ছোঁয়া হবে না এটা অনুমান করা হচ্ছে। এও অনেকে মনে করছেন যে, হোন্ডার নতুন এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হওয়ার পর সরাসরি Ola, Bajaj এর মতো কোম্পানির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Advertisements