Bajaj Auto: দেশের বাজারে চাহিদা দ্বিগুন! বাইকের চাহিদা দেখে চক্ষু চড়কগাছ Bajaj-এর কর্মকর্তাদের

ভারতের বাজারে বিগত কয়েক বছর ধরে অত্যন্ত সাফল্যের সাথে বাণিজ্য করে আসছে গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj। ইতিমধ্যে ভারত সহ বিশ্ববাজারে তাদের বানানো একাধিক মডেলের বাইক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের বাজারে বিগত কয়েক বছর ধরে অত্যন্ত সাফল্যের সাথে বাণিজ্য করে আসছে গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj। ইতিমধ্যে ভারত সহ বিশ্ববাজারে তাদের বানানো একাধিক মডেলের বাইক রাজত্ব করছে। যার মধ্যে এক যুবক অতিবাহিত হওয়া Bajaj Pulsar 150cc আজকের দিনেও সমানভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে। পাশাপাশি সেগমেন্টে Platina, CT, বৈদ্যুতিক মডেল হিসেবে Bajaj Chetak-এর চাহিদাও রয়েছে যথেষ্ট। এছাড়া বড় বাইক সেগমেন্টে Dominar, Avenger-তো রয়েছেই।

Advertisements

ভারতের এই জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানিটি সম্প্রতি বিগত এক বছরে তাদের ব্যবসার পরিসংখ্যান তুলে ধরেছে গ্রাহকদের জন্য। যেখানে কোম্পানিটি তুলে ধরেছে তাদের গাড়ি বিক্রির পরিসংখ্যা এবং লাভের পরিমাণ। কোম্পানিটির তরফ থেকে জানানো হয়েছে, ভারতে গত মাসে সংস্থাটি 1,81,228টি নতুন মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। যেখানে এক বছর আগে ওই একই মাসে বিক্রির পরিমাণ ছিল 93,233 ইউনিট। ফলে গত মাসে বেচাকেনায় 95% বৃদ্ধি প্রত্যক্ষ করা গেছে।

Advertisements

পাশাপাশি যদি 2023 সালের মার্চ মাসের কথা বলি, তবে রপ্তানির ক্ষেত্রে 40% পতন ঘটতে দেখা গেছে Bajaj-এর। গত মাসে 1,06,157 ইউনিট টু-হুইলার আর্ন্তজাতিক বাজারে রপ্তানি করেছে Bajaj। যা 2022 সালের এপ্রিলের তুলনায় প্রায় 82,320 ইউনিট কম। বিক্রির পরিসংখ্যানের মধ্যে Bajaj তাদের 2022-23 আয়-ব্যায়ের হিসাব দেখিয়েছে। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গত মরশুমে রেকর্ড সংখ্যক টাকা উপার্জন করেছে কোম্পানিটি। যার পরিমান প্রায় 5,628 কোটি টাকা। উল্লেখ্য, Bajaj-এর এই বিশাল অর্থভাণ্ডার উপার্জনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে Bajaj Pulsar-এর 11টি মডেল।

Advertisements