ভারতীয় বাজারে যদি বাইক নির্মাণ কোম্পানির কথা বলি, সেক্ষেত্রে সেরা দশের তালিকায় নিঃসন্দে শীর্ষ স্থানে রয়েছে Bajaj। ইতিমধ্যে কোম্পানিটির একাধিক মডেলের গাড়ি ভারতীয় বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি Bajaj CT 110X বাইক লঞ্চ করেছে ভারতীয় বাজারে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, এটি Bajaj CT 100-এর একটি আপগ্রেড ভার্সন। উল্লেখ্য, 2019 সালে জনপ্রিয় এই মোটরসাইকেল নির্মাণ কোম্পানিটি CT 100 গাড়িটি ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। যা বেশ পছন্দ করেছিলেন ভারতীয় বাইক প্রেমীরা।
যদি Bajaj CT 110X গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, গাড়িটি ফুল ট্যাংক করা হলে 700 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সক্ষম। তাছাড়া দুর্দান্ত এই গাড়িটিতে নতুন হেডল্যাম্প ডিজাইন, গ্রাফিক্স সহ একাধিক পরিবর্তন আনা হয়েছে। Bajaj CT 110X গাড়িটি এই মুহূর্তে তিনটি রঙে উপলব্ধ রয়েছে ভারতীয় বাজারে। যথা- ম্যাট অলিভ গ্রিন, কসমিক রেড এবং গ্লস এবোনি ব্ল্যাক।
যদি দুর্দান্ত এই গাড়িটির ইঞ্জিন সম্পর্কে বলি, তবে Bajaj CT 110X একটি 115cc একক-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন দ্বারা চালিত যা 7,000 rpm-এ সর্বাধিক 8.48 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। যদি গাড়িটির টপ স্পিড সম্পর্কে বলি, তবে বাজাজের এই গাড়িটি সর্বোচ্চ 90 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এছাড়া CT110X এর একটি লম্বা সিট রয়েছে, যাতে দুইজন মানুষ আরামে বসতে পারে।
এছাড়া গাড়িটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, একটি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা স্পিডোমিটার, ওডোমিটার এবং ফুয়েল গেজ প্রদর্শন করে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, দুর্দান্ত এই গাড়িটি বর্তমানে ভারতীয় বাজারে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। যার প্রথম ভেরিয়েন্টের শো-রুম মূল্য 58,494 টাকা এবং দ্বিতীয় ভেরিয়েন্টের শো-রুম মূল্য 66,298 টাকা।