১ লাখ টাকার অনেক কমে Bajaj এর নতুন বাইক! মাইলেজ দেবে প্রায় ১৫০ কিলোমিটার

বাজাজ মোটর খুব শীঘ্রই বাজারে তাদের নতুন বৈদ্যুতিক বাইক লঞ্চ করতে চলেছে বলে খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে কোম্পানির ভিতরে কাজ শুরু হয়ে গিয়েছে বলে অনেকে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বাজাজ মোটর খুব শীঘ্রই বাজারে তাদের নতুন বৈদ্যুতিক বাইক লঞ্চ করতে চলেছে বলে খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে কোম্পানির ভিতরে কাজ শুরু হয়ে গিয়েছে বলে অনেকে মনে করছেন । আসন্ন এই বাইকটি নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে অনেকে মনে করছেন যে এটি বাজাজ সিটি ১০০ এর আদলে তৈরি করা হবে। নাম দেওয়া হতে পারে বাজাজ সিটি ১০০ ইভি। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Advertisements

অনেকের অনুমান, সম্ভাব্য এই বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি, ফিচারের তুলনায় দাম বেশ কম রাখা হবে। এই বাইকটিতে ৪.৪ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক থাকার সম্ভাবনা রয়েছে। ফুল চার্জ হতে সময় লাগবে ৫ ঘণ্টার কম সময়। বাইকটি একবার পুরো চার্জ করে নিলে ফুল ১২০ থেকে ১৫০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে বলে এখন থেকে আশা করা হচ্ছে। নিরাপত্তার কথা চিন্তা করে এই বাইকটিতে ডিস্ক ব্রেকের অপশনও প্রদান করতে পারে কোম্পানি।

Advertisements

বাজাজ সিটি ১০০ ইলেকট্রিক ভ্যারিয়েন্টেও কিছু নতুন এবং দুর্দান্ত ফিচার দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। উন্নত ফিচারের মধ্যে বাজেট ইলেকট্রিক বাইকে দেওয়া হতে পারে বিভিন্ন রাইডিং মোড। এতে ব্লুটুথ, নেভিগেশন এবং মোবাইল কানেক্টিভিটির সুবিধা পাবেন। এটিতে একটি ইউএসবি চার্জিং পোর্টালও রয়েছে, যার সাহায্যে আপনি আপনার মোবাইল বা বৈদ্যুতিক ডিভাইস যে কোনও জায়গায় চার্জ দিতে পারেন।

Bajaj CT 100 ev

এই সব ফিচারের পাশাপাশি ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, স্ট্যান্ড ইন্ডিকেটরের মতো ফিচারও পাওয়া যাবে। এর দুটি ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ করা হবে বলে ধারণা করা হচ্ছে। যার এক্স-শোরুম মূল্য হতে পারে ভারতীয় মুদ্রায় ৮৫ হাজার থেকে ৮৭ হাজার টাকা।

Advertisements