৪৮ হাজার টাকারও কমে বাজারে আসছে Bajaj Platina 100, ৮৯ কিলোমিটার মাইলেজ!

ভারতীয় বাইক মার্কেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাজাজের নাম। Bajaj Platina বছরের পর বছর রাজত্ব করেছে শহরের রাস্তায়। আসলে কোম্পানি জানে ভারতের সাধারণ মানুষের চাহিদা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতীয় বাইক মার্কেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাজাজের নাম। Bajaj Platina বছরের পর বছর রাজত্ব করেছে শহরের রাস্তায়। আসলে কোম্পানি জানে ভারতের সাধারণ মানুষের চাহিদা কীরকম। সেই অনুযায়ী তারা প্রস্তুত করে বাইক। মাথায় রাখা হয় বাইকের মাইলেজ এবং আধুনিক বৈশিষ্ট্যের সম্ভার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের কিছু চাহিদা বদলেছে। আবার কিছু ক্ষেত্রে চাহিদা রয়েছে আগের মতোই। যেমন মাইলেজ। কম দামে বেশি মাইলেজ দেওয়া বাইকের সন্ধানে থাকেন প্রত্যেক মধ্যবিত্ত। সেই সঙ্গে একটু আরামদায়ক সফর। এই দুইয়ের উত্তম মিশ্রণ Bajaj Platina 100।

Advertisements

বাজাজ কোম্পানির Bajaj Platina ভারতের অটোমোবাইল বাজারে দীর্ঘদিন ধরে মানুষের মনে রাজ করছে। এই কোম্পানির বাইকটি তার শক্তিশালী ইঞ্জিন এবং দুর্দান্ত মাইলেজের জন্য পরিচিত। সংস্থাটি তার সর্বাধিক জনপ্রিয় বাইক Bajaj Platina 100 লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। সব ঠিক থাকলে এই বাইকের দাম হতে চলেছে ৪৮ হাজার টাকারও কম।

Advertisements

এই বাইকটি তার আকর্ষণীয় লুক এবং অত্যাধুনিক ফিচারের জন্য পরিচিত। আপনিও যদি একটি নতুন বাইক কেনার কথা ভেবে থাকেন তাহলে বাজাজ প্লাটিনা ১০০ হতে পারে ভালো অপশন। বাজাজ প্লাটিনা ১০০ দীর্ঘ যাত্রার জন্য অন্যতম সেরা বাইক। কারণ এই বাইকটির সামনে আরও বেশি রিয়ার স্প্রিং যুক্ত করেছে কোম্পানি। রাইডারের আরামের জন্য এতে রয়েছে নরম সিট কুশন, রাবার ফুটপ্যাড এবং ভালো মানের টায়ার। প্লাটিনার ফ্রেম, নিষ্কাশন এবং গ্রাব রেলগুলি কালো রঙে ডিজাইন করা হয়েছে। সেই সঙ্গে ইঞ্জিন এবং চাকাগুলি রূপালী রঙ করা হয়েছে। বাকি ডিজাইন আগের রয়েছে মতোই।

Bajaj platina 100

আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে প্লাটিনা ১০০ তৈরি করেছে বাজাজ। এটিতে একটি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। যার ফলে এটি মাত্র এক লিটার পেট্রোলে সহজেই ৮৯ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। আর এর দাম ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার টাকার কম।

Advertisements