ভারতীয় বাইক বাজারে টিকে থাকা মুখের কথা নয়। অথচ কঠিন এই কাজটাই করে দেখিয়েছে বাজাজ। একভাবে রাজ করছে Bajaj Pulsar 220F। এই বাইকটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। একটু আপডেট করতেই বাজারে ফের আলোচনা উঠে এসেছে এই বাইক।
জনপ্রিয়তা ধরে রাখতে নতুন আপডেটের সঙ্গে Bajaj Pulsar 220F সামনে এনেছে কোম্পানি। নতুন আপডেটে পালসার ২২০ এর লুক রয়েছে আগের মতোই। এমনকি ফুয়েল ট্যাঙ্ক ডিজাইন, সিট ডিজাইন, ডাইমেনশন সবই আগের মতোই রাখা হয়েছে। তবে বদল অবশ্যই করা হয়েছে। সেই সঙ্গে দাম আগের থেকে বদলেছে। আপডেট ভার্সন বাজাজ পালসার ২২০এফ এর দিল্লির এক্স শো রুম দাম ১ লক্ষ ৩৭ হাজার ১২৬ টাকা।
পুরানো মডেলের তুলনায় এই বাইকটির দাম ৩ হাজার টাকা বাড়ানো হয়েছে। ২০২৩ সালের বাজাজ পালসার ২২০এফ-এ একমাত্র যে পরিবর্তন আনা হয়েছে তা হল এর ইঞ্জিন। নতুন বাজাজ পালসার ২২০এফ-এ যে ইঞ্জিনটি ইনস্টল করা হয়েছে সেটা এখন বিএস ৬ ফেজ ২ এর সমস্ত নিয়ম অনুসরণ করে। ইঞ্জিনও আগের মতোই আছে, এমনকি ইঞ্জিন থেকে আউটপুটও আগের মতোই আছে। আপডেট ভার্সনের এই বাইকে আপনি আগের মতোই ৫ স্পিড গিয়ার বক্স পাবেন।

বাইকে উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, এলইডি টেল ল্যাম্প, সেমি ডিজিটাল কনসোল, হ্যালোজেন টাইপ প্রজেক্টর হেডল্যাম্প এবং ১৫ লিটার পেট্রোল ট্যাংক। বাইকে দেওয়া হয়েছে স্পোর্টি ডিজাইন।







