৪৩ কিলোমিটারের অসাধারণ মাইলেজ, লাইফ টাইম গাড়ি কিনুন জলের দরে

ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখে সাশ্রয়ী গাড়ি উৎপাদন করে থাকে বিভিন্ন কোম্পানি। Bajaj সেখানে কার্যত গুলে খেয়েছে ভারতীয় বাজার। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যবিত্তের জন্য দুরন্ত…

Published By: Pritam Santra | Published On:
Advertisements
  • ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখে সাশ্রয়ী গাড়ি উৎপাদন করে থাকে বিভিন্ন কোম্পানি। Bajaj সেখানে কার্যত গুলে খেয়েছে ভারতীয় বাজার। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যবিত্তের জন্য দুরন্ত গাড়ি লঞ্চ করল Bajaj l ভারতীয় মুদ্রায় ২.৪৮ লক্ষ টাকা এবং ৪৩ কিলোমিটারের মাইলেজ সহ নতুন ৪ আসনের গাড়ি Bajaj Qute লঞ্চ হয়েছে সম্প্রতি।

ভারতের অটোমোবাইল বাজারে Bajaj সব সময় সাধারণ মানুষের পছন্দের কথা মাথায় রেখে তাদের গাড়ি বাজারে লঞ্চ করে। ইতিমধ্যে Bajaj ভারতে খুব কম দামে স্পোর্টস বাইক Bajaj Pulsar লঞ্চ করেছিল। পালসার কোম্পানির অন্যতম সর্বাধিক বিক্রি হওয়া গাড়ি। বাজাজের বাইক সর্বদা ভালো মাইলেজ দেওয়ার জন্য পরিচিত।

Advertisements

বাজারের হওয়া বুঝে বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকতে শুরু করেছিল কোম্পানি। সূচনা হিসেবে ‘চেতক’ নামে স্কুটারের একটি বৈদ্যুতিক সংস্করণ চালু করেছিল Bajaj। এর পরেই TATA Nano -র মতো দেখতে গাড়ি এনে সবাইকে চমকে দিল বাজাজ। চলুন জেনে নেওয়া যাক নতুন এই গাড়িটি সম্পর্কে।

Advertisements

বাজাজের নতুন গাড়ির নাম Bajaj Qute নন-ট্রান্সপোর্ট ভেহিকেল ক্যাটাগরির আওতায় আসে। এটি বাজাজের প্রথম গাড়ি যা খুব সস্তা এবং ডিজাইনের দিক দিয়ে বেশ ইউনিক। ৪ আসনের এই গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ২.৪৮ লক্ষ টাকা। সেই সঙ্গে দারুণ শক্তিশালী মাইলেজ। গাড়িতে অনেক উন্নত ফিচারও প্রদান করেছে কোম্পানি। বাজাজের এই গাড়িতে রয়েছে ২১৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। গাড়িটি সিএনজি ভ্যারিয়েন্টেও চালু করা হয়েছিল। জানা গিয়েছে যে পেট্রোল অপশনে এই গাড়ি ২১ কিমি পর্যন্ত মাইলেজ দিতে পারবে। আর সিএনজিতে এই গাড়িটি ৪৩ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে। ছোটো পরিবারের জন্য কার্যকর হতে পারে এই গাড়ি।

Advertisements