সপ্তাহে ৫ দিন ব্যাংক বন্ধ! টাকা তোলার থাকলে এখনই জেনে নিন

অর্থনীতির লাইফ লাইন হল ব্যাংক পরিষেবা। ব্যাংকের ভরসায় দিন গুজরান করে থাকে বহু মধ্যবিত্ত পরিবার। সেই ব্যাংক বন্ধ থাকলে অনেকের মাথায় হাত পড়ে যায়। টাকা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

অর্থনীতির লাইফ লাইন হল ব্যাংক পরিষেবা। ব্যাংকের ভরসায় দিন গুজরান করে থাকে বহু মধ্যবিত্ত পরিবার। সেই ব্যাংক বন্ধ থাকলে অনেকের মাথায় হাত পড়ে যায়। টাকা জমা দেওয়ার থেকেও টাকা তোলার ব্যাপারে চিন্তায় থাকেন বহু সাধারণ মানুষ। বিভিন্ন উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকে। এই সপ্তাহেও ব্যাংক বন্ধ থাকবে। তবে একদিন নয়, পাঁচ দিন। এই সপ্তাহে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে বিভিন্ন তারিখে। যার মধ্যে অবশ্যই একটি রবিবার রয়েছে। রবিবার দেশের সব ব্যাংকই বন্ধ থাকে।

Advertisements

 

Advertisements

রবিবার ছাড়া এই সপ্তাহের আর কোন কোন দিন ব্যাংক থাকবে সেটা রাজ্য ভেদে নির্ভর করছে। মূলত উৎসব বা পার্বণ উপলক্ষ্যে বিভিন্ন রাজ্যে এক বা একাধিক দিনে ব্যাংক পরিষেবা পাওয়া যাবে না। সেই অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্যের প্রত্যেক দিনের ছুটি যোগ করলে হচ্ছে পাঁচ দিন। রবিবার সহ। অনেক রাজ্যে হয়তো খুব বেশি ছুটি হবে না। আসুন জেনে নেওয়া যাক কোন রাজ্যে কবে, কেন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে এই সপ্তাহে –

২৬ জুন ২০২৩: খর্চি পূজার জন্য ত্রিপুরায় ব্যাংক বন্ধ রাখা হবে এই দিনে।

২৮ জুন ২০২৩: ঈদ উল অজিহার উপলক্ষ্যে কেরালা, মহারাষ্ট্র এবং জম্মু ও কাশ্মীরে এই দিনে ব্যাংক খোলা থাকবে না।

২৯ জুন ২০২৩: ঈদ উল অজিহার উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাংকের দরজা।

৩০ জুন ২০২৩: ওই একই উৎসবের উপলক্ষ্যে মিজোরাম ও ওড়িশায় ব্যাংক বন্ধ থাকবে।

২ জুলাই ২০২৩: রবিবার, ব্যাংক বন্ধ।

Advertisements