বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW বৈদ্যুতিক দুই চাকার গাড়ি বাজারেও পা রাখল। সংস্থাটি তার বৈদ্যুতিক স্কুটার BMW CE 02 বিশ্ববাজারে প্রকাশ্যে এনেছে। বিশ্বের অন্যতম অগ্রণী এই কোম্পানির নতুন বাহন প্রকাশ্যে আসার পরেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। শুনলে অবাক হবেন BMW CE 02 এর দাম অনেকের সাধ্যের মধ্যে থাকতে চলেছে। জানা গিয়েছে এই বাহনের রান মার্কিন মুদ্রায় ৭৫৯৯ ডলার অর্থাৎ ৬.৩ লক্ষ টাকা প্রাথমিক মূল্যে এই স্কুটারটি লঞ্চ করেছে সংস্থাটি।
বরাবরের মতোই বিএমডাব্লিউ লুকের দিকে যথেষ্ট মনোযোগ দিয়েছে। ডিজাইনের দিক থেকে রাস্তায় চলা আর পাঁচটা স্কুটারের মতো নয়। সিটি রাইডকে রেখে তৈরি এই স্কুটারের রেঞ্জ মাত্র ৪৫ কিলোমিটার বলে জানা যাচ্ছে।
তবে স্কুটারটিতে সিঙ্গেল এবং ডাবল ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে। যার সাহায্যে আপনি এর রেঞ্জ দ্বিগুণ করতে পারেন। তবে এর জন্য আপনাকে বেশি মূল্য দিতে হবে। সংস্থাটি এই মুহুর্তে BMW CE 02 এর আগমণ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে এক বছরের মধ্যে ভারতেও এই স্কুটার চালু করতে পারে কোম্পানি।
ভারতীয় বাজার অনুযায়ী এর দাম বেশ বেশি । এই রেঞ্জের স্কুটারগুলি আমাদের দেশে ১ লক্ষ টাকারও কম দামে পাওয়া যায়। তবে এই বিএমডব্লিউ স্কুটারে অনেক ফিচার পেতে পারেন। প্রতিষ্ঠানটির মতে, BMW CE 02 তে রয়েছে ২ কিলোওয়াট ব্যাটারি প্যাক যা ৪৫ কিলোমিটার রেঞ্জ এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার প্রদান করতে পারে। একই সঙ্গে এর ডুয়াল ব্যাটারি ভ্যারিয়েন্ট নিলে এই রেঞ্জ বেড়ে দাঁড়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত। সিঙ্গেল ব্যাটারি স্কুটারটি কিশোর, কিশোরীদের মাথায় রেখে ইউরোপীয় দেশগুলিতে চালু করা হয়েছে।