গ্রাহকদের আকর্ষিত করার জন্য নিত্য নতুন প্ল্যান প্রকাশ করা হচ্ছে বাজারে। ভারতে এখন টেলিকম ব্যবসায় প্রতিযোগিতা বেড়েছে। তাই বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় সাশ্রয়ী কিছু অফার। আজ তেমনই একটি মান্থলি অফারের কথা জানাবো আপনাদের।
দেশের টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করে থাকে। যেসব গ্রাহকের প্রায় সারা দিন ইন্টারনেট দরকার পড়ে তাদের জন্য এই প্ল্যানটি ভালো প্রমাণিত হতে পারে। ভালো ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য অনেকে ব্রডব্যান্ড প্ল্যান অপশন বেছে নেন। আপনিও যদি দিনের বেশির ভাগ সময় ইন্টারনেট ব্যবহার করেন এবং OTT বা অন্যান্য কাজে নেট ইউজ করে থাকেন তাহলে এই প্ল্যানটি হতে পারে আপনার জন্য পারফেক্ট।
BSNL এর কাছে রয়েছে একটি সেরা ব্রডব্যান্ড প্ল্যান। বিএসএনএল ভারত ফাইবার অন্যতম বৃহৎ ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীর নাম। বিএসএনএল ভারত ফাইবার তার গ্রাহকদের ৩০০ এমবিপিএসের একটি দুর্দান্ত ব্রডব্যান্ড প্ল্যান অফার করছে। বিএসএনএল এই প্ল্যানের সাথে ভারত ফাইবার ব্যবহারকারীদের প্রতি মাসে ৪ টেরাবাইট ডেটা প্রদান করে। এই প্ল্যানের নাম ফাইবার আল্ট্রা ওটিটি। এই প্ল্যানে ৩০০ এমবিপিএস গতির সাথে ৪০০ জিবি মাসিক ডেটা পাওয়া যায়।
সংস্থাটি ব্যবহারকারীদের ফিক্সড লাইন ভয়েস কল সংযোগের সুবিধাও সরবরাহ করে। এতে ব্যবহারকারীরা আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা নিতে পারবেন। যদিও এর জন্য ল্যান্ডলাইন সংযোগের জন্য আলাদা ডিভাইস কিনতে হবে। ব্যবহারকারীরা এই প্ল্যানে ডিজনি প্লাস হটস্টার, হাঙ্গামা, সনিলিভ জি ফাইভ-এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। বিএসএনএল ভারত ফাইবারের এই প্ল্যানের মাসিক চার্জ ১ হাজার ৭৯৯ টাকা। এক মাস শেষ হওয়ার আগে যদি ৪ হাজার জিবি ডেটা ব্যবহার করেন ফেলেন তাহলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই অবস্থায় ইন্টারনেট স্পিড কমিয়ে ১৫ এমবিপিএস করে দেবে কোম্পানি।