টেলিকম কোম্পানিগুলোর মধ্যে এখন জোর টক্কর। কে কতো আকর্ষক অফার নিয়ে আসতে পারে এখন এই নিয়ে চলে প্রতিযোগিতা। একের পর এক অফারের মধ্যে কোনটিকে বেছে নেওয়া উচিৎ সেটা ঠিক করাও গ্রাহকদের কাছে একটা চ্যালেঞ্জ। সব অফারের কথা আবার সব সময় জানতেও পারা যায় না। এই পরিস্থিতিতে আপনাদের অবগতির জন্য এই প্রতিবেদনে আলোচনা করা হল BSNL এর একটি অফারের ব্যাপারে।
সম্প্রতি বিএসএনএলের একাধিক প্রিপেইড প্ল্যান মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে। আপনি যদি এই পরিকল্পনাগুলির সুবিধা না নেন তবে আপনাকে আফসোস করতে হতে পারে। BSNL এখন এমন একটি প্ল্যান নিয়ে এসেছে যাতে কম টাকায় বেশি লাভ পাওয়া সম্ভব। এই প্রিপেইড প্ল্যানের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৩৯ টাকা। এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
বিএসএনএল-এর ১৩৯ টাকার এই প্রিপেইড প্ল্যানে পাবেন দারুণ ডেটা অফার। সংস্থার মতে, প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ১.৫ জিবি ডেটার সুবিধা পাবেন। এর পাশাপাশি ব্যবহারকারীদের প্রায় এক মাস অর্থাৎ ২৮ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে এই প্ল্যানে।
সাশ্রয়ী এই পরিকল্পনা টেলিকম ইন্ডাস্ট্রিতে আলোড়ন ফেলেছে। প্ল্যানে মোট ডেটা দেওয়া হচ্ছে ৪২ জিবি, যা আঠাশ দিনের নিরিখে যথেষ্ট। ডাটা লিমিট শেষ হয়ে গেলেও আপনি আপনার মোবাইলে ইন্টারনেট সুবিধা পাবেন। সেক্ষেত্রে প্রিপেইড প্ল্যানের লিমিট কমিয়ে ৪০ কেভিপিএস করা হবে। সুতরাং চ্যাট করতে অসুবিধা হবে না। আপনি শীঘ্রই এর সুফল পেতে পারেন। এই সুযোগ হয়তো অনেকেই হাতছাড়া করতে চাইবেন না।