ভারতের সুপরিচিত টেলিকম সংস্থা BSNL কখনই তার গ্রাহকদের হতাশ করে না। সংস্থাটি তাদের বর্তমান ব্যবহারকারীদের ধরে রাখতে এবং নতুন গ্রাহক যুক্ত করার জন্য বাজারে নিয়ে আসছে আরো সাশ্রয়ী একটি রিচার্জ প্ল্যান। আসলে আমাদের দেশে টেলিকম সার্ভিস ব্যবসায় কম্পিটিশন খুব বেশি। প্রত্যেক কোম্পানি তাদের ব্যবসা বাড়াতে চাইছে। তাই বাজারে প্রতিনিয়ত আসছে নতুন নতুন রিচার্জ প্ল্যান। কোনটা নেওয়া উচিৎ সেটা হয়তো অনেকেই ঠিক করতে পারেন না। তাদের জন্য কাজের হতে পারে এই আর্টিকেল।
বিএসএনএল কোম্পানির একাধিক প্ল্যান রয়েছে। যেসব এলাকায় বিএসএনএল-এর নেটওয়ার্ক কভারেজ ভাল, সেখানে বেশিরভাগ মানুষ বিএসএনএল ব্যবহার করতে পছন্দ করেন। কারণ, বিএসএনএল কোম্পানির প্ল্যানগুলি প্রাইভেট টেলিকমের চেয়ে সস্তা। সবচেয়ে ভালো ব্যাপার হলো, বিএসএনএল কোম্পানি প্রত্যেক শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে অনেক প্ল্যান অফার করে থেকে।
এমন পরিস্থিতিতে টেলিকম সংস্থা বিএসএনএল আরও একটি অসাধারণ প্ল্যান নিয়ে এসেছি, যাতে আপনি আনলিমিটেড কলিং এবং হাই স্পিড ডেটা সহ দীর্ঘ মেয়াদ পাচ্ছেন। বিএসএনএলের ৩৯৯ টাকার প্ল্যানটি সাশ্রয়ী প্রমাণিত হতে পারে। বিএসএনএল-এর ৩৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৭০ দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানটি রিচার্জ করার পরে, আপনি সমস্ত নেটওয়ার্কে কথা বলার জন্য সীমাহীন কলিং সুবিধাও পাবেন। এ ছাড়া প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএস এর সুবিধাও পাবেন।
এই প্ল্যানের আওতায় রয়েছে দৈনিক ১ জিবি ডেটা। দৈনিক ডাটা লিমিট শেষ হওয়ার পর স্পিড হয়ে যায় ৪০ কেবিপিএস। বিএসএনএল-এর এই প্ল্যানে আপনি বিএসএনএল টিউনসের সুবিধাও পাবেন।