এক মাসের মাইনে দিয়ে কিনে ফেলুন স্কুটার, মাইলেজ দেবে অন্তত ৫০ কিলোমিটার

পেট্রোল, ডিজেলের দাম কমেনি। এই পরিস্থিতিতে সাধারণ গাড়ি চালানো প্রতি আগ্রহ কমছে মানুষের। সেই সঙ্গে বেড়েছে পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা। দেশে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা বাড়ছে।…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

পেট্রোল, ডিজেলের দাম কমেনি। এই পরিস্থিতিতে সাধারণ গাড়ি চালানো প্রতি আগ্রহ কমছে মানুষের। সেই সঙ্গে বেড়েছে পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা। দেশে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা বাড়ছে। ইলেকট্রিক স্কুটারে যেমন তেল লাগে না, তেমনই ভালো মাইলেজ দিতে পারে।

Advertisements

এমনই একটি দুর্দান্ত বৈদ্যুতিক স্কুটার হল Avon e Plus। বৈদ্যুতিক এই স্কুটার কোম্পানির সেরা উদ্ভাবন বলে বিবেচিত হচ্ছে। এই স্কুটারটির দামও বেশ কম এবং এটি শহুরের রাস্তায় চালানোর জন্য বেশ উপযুক্ত। একই সঙ্গে ভালো মাইলেজ দেয়। ইলেট্রিক গাড়ির পরিভাষায় যাকে বলে রেঞ্জ। Avon e Plus এর রেঞ্জ ৬০ কিলোমিটারের কাছাকাছি বলে মনে করা হচ্ছে।

Advertisements

Avon e Plus বৈদ্যুতিক স্কুটারটি একবার ফুল চার্জ করলে প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে। রেঞ্জ বা মাইলেজ নির্ভর করছে চলনোর ওপর। এর বেশি রেঞ্জ কেউ পেতে পারেন। এই স্কুটারটি ঘন্টায় ২৪ কিলোমিটার গতিতে ছুটতে পারে। আপডেট অনুযায়ী কোম্পানি এই ই-স্কুটারের দাম রেখেছে প্রায় ২৫ হাজার টাকা।

অন্য দিকে এভন ই লাইট একটি বিলাসবহুল বৈদ্যুতিক স্কুটার হিসাবে গণ্য করা হয়। এই স্কুটারটি একবারের ফুল চার্জে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত চালানো যায়। এই স্কুটারটি ঘন্টায় সর্বোচ্চ ২৪ কিলোমিটার গতিতে ছুটতে পারে। সংস্থাটি এই স্কুটারটির দাম রেখেছে প্রায় ২৮ হাজার টাকা।

Avon budget scooter

বাজেট স্কুটার সেগমেন্টে রয়েছে আরও একটি উচ্চ মানের বৈদ্যুতিক স্কুটার Ujaas eZy। এটি এভন বৈদ্যুতিক স্কুটারের অন্যতম প্রতিযোগী বলে বিবেচনা করা হয়। এই স্কুটারটি খুব হালকা এবং ফুল চার্জে প্রায় ৬০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। Avon এর তুলনায় স্কুটারটির দাম একটু বেশি, ৩১ হাজার ৮৮০ টাকা।

Advertisements