নতুন স্মার্টফোন নিয়ে বড় আপডেট, সবার বাজেটের মধ্যে আসতে চলেছে সবথেকে সস্তা ৫জি ফোন

ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য তাদের জিও মোবাইল বাজারে নিয়ে এসেছে। তবে কোম্পানি এখানেই থেমে নেই। বাজারে আসতে চলেছে জিওর।…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য তাদের জিও মোবাইল বাজারে নিয়ে এসেছে। তবে কোম্পানি এখানেই থেমে নেই। বাজারে আসতে চলেছে জিওর। নতুন ৫জি ফোন। জানা গেছে, আগস্টের শেষের দিকে বার্ষিক এজিএম ইভেন্ট ঘোষণা করা হবে। তখনই নতুন এই ফোন সম্পর্কে আরো ভালো করে জানা যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisements

বিআইএস-এর একটি তালিকা থেকে জানা গেছে যে সংস্থাটি তাদের দুটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে। বলা হচ্ছে, এই স্মার্টফোনে বড় পর্দা, ভালো ক্যামেরা সহ অনেক নতুন ফিচার দেখা যাবে। বেশ কিছুদিন ধরেই জিওর নতুন স্মার্টফোন নিয়ে বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এ ছাড়া আগামী ২৮ আগস্ট এজিএম সভায় একই ধরনের কিছু ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Advertisements

Jio phone 5G

অনেকে আবার এমনটাও দাবি করছেন, নয়ডায় তৈরি হচ্ছে জিওর এই নতুন স্মার্টফোন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত গুজব থেকে জানা গেছে যে জিও সংস্থা তার দুটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে যার মডেল নম্বর জেবিভি১৬১ডাব্লু১ এবং জেবিভি১৬২ডাব্লু১। তবে এই তালিকায় ফোনটির স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

কিছুদিন আগে জিওর ৫জি স্মার্টফোনের ছবি অবশ্যই ফাঁস হয়ে গিয়েছিল। তালিকা থেকে জানা গেছে যে এই স্মার্টফোনটি এই মাসের শেষের দিকে লঞ্চ করা হবে এবং এটি ভারতের সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে, যাতে আপনি ৫জি ইন্টারনেট সুবিধা পাবেন। জল্পনা অনুযায়ী শোনা যাচ্ছে, এই স্মার্টফোনে আপনি এইচডি + রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে দেখতে পাবেন। এই ফোনে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর চালিত সফটওয়্যার পেতে পারেন। ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং মেমরির জন্য ৪ জিবি RAM ও ৩২ জিবি রম দিতে পারে কোম্পানি। প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং দ্বিতীয় ক্যামেরা ৮ মেগাপিক্সেলের হতে পারে।

Advertisements