গ্রাহকদের জন্য নতুন বাজেট স্মার্টফোন পোকো সি৬৫ উন্মোচন করেছে হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান পোকো। পোকোর সি সিরিজে লঞ্চ হওয়া এই নতুন পোকো মোবাইলটি কোম্পানির পোকো সি ৫৫ এর আপগ্রেড সংস্করণ, যা আপগ্রেড ফিচার সহ আনা হয়েছে।
নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ফোনের পাশে পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা হয়েছে। পোকো সি৬৫ এ আপনি কী দেখতে পাবেন এবং এই ডিভাইসের দাম কত? আসুন আমরা আপনাকে এক এক করে এই বাজেট ফোনের সমস্ত বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দিই। সাশ্রয়ী মূল্যের এই ফোনটি ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৬০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লের সাথে আসে। স্ক্রিনকে সুরক্ষিত রাখতে গরিলা গ্লাস ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। স্পিড এবং মাল্টিটাস্কিং এর জন্য এই ডিভাইসে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।
পোকো সি৬৫-এ ৮ গিগাবাইট পর্যন্ত র ্যাম থাকলেও ভার্চুয়াল র ্যামের সাহায্যে র ্যাম বাড়ানো সম্ভব। ফটো ও ভিডিও সেভ করতে ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।
এই বাজেট স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি কাজ করে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্টে আসে। কানেক্টিভিটির জন্য এই বাজেট ফোনে রয়েছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ, ওয়াই-ফাই ও এনএফসি সাপোর্ট। ব্লু, ব্ল্যাক এবং পার্পল এই তিনটি রঙে এই বাজেট স্মার্টফোনটি লঞ্চ করেছে পোকো। ফোনটির দুটি ভ্যারিয়েন্ট রয়েছে, একটি ৬ জিবি র ্যাম/১২৮ জিবি স্টোরেজ এবং অন্যটি ৮ জিবি র ্যাম/২৫৬ জিবি স্টোরেজ। বাজেট সেগমেন্টে গ্রাহকদের জন্য এই ডিভাইসটি যে ফিচারগুলো লঞ্চ করা হয়েছে তা দেখে একটি বিষয় পরিষ্কার।