কথায় রয়েছে পুরনো চাল ভাতে বাড়ে। বাইকের মার্কেটেও তেমনটা হওয়ার সম্ভাবনা প্রবল। যুব সমাজের মধ্যে নতুন করে জায়গা করে নিতে নতুন লুকের বাইক লঞ্চ করল বাজাজ। এখন মনে করা হচ্ছে কেটিএমের সঙ্গে জোর টক্কর হতে পারে বাজাজের। ভারতের প্রথম সারির দুই চাকার গাড়ি নির্মাতা বাজাজ অটো তাদের সবচেয়ে জনপ্রিয় বাইক পালসারকে নতুন চেহারায় নিয়ে এসেছে। নতুন ফিচার এবং কালার কম্বিনেশনের সঙ্গে বাজাজ পালসার ২৫০ চালু করা হয়েছে। পালসার এন ২৫০ ও পালসার এফ ২৫০ মডেল দুটি উন্মোচন করেছে বাজাজ।
বাজাজ পালসার এন ২৫০ এবং বাজাজ পালসার এফ ২৫০ ব্লু ও ব্ল্যাক কম্বিনেশনে লঞ্চ করা হয়েছে। বাইকের বডি প্যানেলেও ব্যবহার করা হয়েছে নীল রঙ। বাজাজ পালসার ২৫০ বাইকের হেডল্যাম্প, ফ্রন্ট ফেন্ডার, ফুয়েল ট্যাঙ্ক, ইঞ্জিন কাউল, ফেয়ারিং এবং রিয়ার প্যানেলেও নতুন রঙ ব্যবহার করা হয়েছে। বাইকটির অ্যালয় হুইলে দেওয়া হয়েছে ব্লু স্ট্রিপ।
বাজাজের তরফে লঞ্চ হওয়া দুটি বাইকের দাম প্রায় একই রাখা হয়েছে, উনিশ বিশের পার্থক্য। বাজাজ পালসার এন ২৫০ ক্যারিবিয়ান ব্লুর দাম ১ লক্ষ ৪৩ হাজার ৬৮০ টাকা এবং পালসার এফ ২৫০ ক্যারিবিয়ান ব্লুর দাম ১ লক্ষ ৪৪ হাজার ৯৭৯ টাকা। বাজাজ পালসার এন ২৫০ মডেলে ব্যবহার করা রয়েছে ২৪৮.৭ সিসি ৪-স্ট্রোক অয়েল-কুল্ড এফআই ইঞ্জিন। এই ইঞ্জিনটি ২৪.৫ পিএস পাওয়ার এবং ২১.৫ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। একই সঙ্গে দেওয়া রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বাইকটিতে রয়েছে অ্যান্ট -লক ব্রেকিং সিস্টেম।
বাজাজ পালসার এফ ২৫০ বাইকটিতে রয়েছে ২৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনে ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। বড় ফুয়েল ট্যাঙ্ক, টু পিস সিট, ওয়াইড মিরর এবং স্লিম এলইডি টার্ন ইন্ডিকেটর বাইকের অন্যতম ফিচার। বাজাজ পালসার এন ২৫০ প্রতি লিটারে ৪৫ কিলোমিটার মাইলেজ প্রদান করবে বলে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্য বাইকটির মাইলেজ লিটার প্রতি প্রায় ৪০ কিলোমিটার।