চাকরি করতে কার ভালো লাগে ? উপায় নেই, পেটের দায়ে তাই সই। কিন্তু এভাবে কতদিন চলবে। হাতের কাছে সুযোগ রয়েছে। বসে বসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। তাহলে আর চাকরি কেন, লেগে পড়ুন ব্যবসায়। আইডিয়া দিচ্ছি আপনার। ঘরে বসেই ব্যবসা শুরু করতে পারেন এবং চাকরির বেতনের তুলনায় কয়েক গুণ বেশি টাকা উপার্জন করতে পারবেন। আমরা স্টেশনারির দোকানের ব্যবসার কথা বলছি। এই ব্যবসায় লাভ আছে বলেই পাড়ার মোড়ে মোড়ে এতো দোকান।
স্টেশনারি ব্যবসা শুরু করতে হলে প্রথমেই আপনাকে ‘শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এর আওতায় রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া স্টেশনারির দোকান খুলতে অন্তত ৩০০ থেকে ৪০০ বর্গমিটার জায়গা লাগবে। কম বিনিয়োগে এই ব্যবসা শুরু করা যায়। ভালো স্টেশনারির দোকান খুলতে হলে কমপক্ষে ৫০ থেকে ৬০ হাজার টাকা একেবারে খরচ করতে হবে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদির কাছাকাছি স্টেশনারি ব্যবসার প্রচুর চাহিদা রয়েছে। দোকানের লোকেশন খুব গুরুত্বপূর্ণ। গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার সাথে সাথে এই ব্যবসার চাহিদা খুব বেশি হতে শুরু করে। কলম, পেন্সিল, নোটপ্যাড ইত্যাদি স্টেশনারি আইটেমগুলিতে আসে লাভ। অন্যদিকে স্কুল, কলেজের আশেপাশে ভালো গোছানো দোকান খুললে অন্যান্য জিনিসের চাহিদাও বাড়িতে থাকে।
ব্র্যান্ডেড পণ্য বিক্রি করলে ৩০ থেকে ৪০ শতাংশ সাশ্রয় করতে পারবেন এবং দেশীয় পণ্য বিক্রি করে ২ থেকে ৩ গুণ আয় করতে পারবেন। উদাহরণ হিসেবে যদি বলা যায় , আপনি যদি ১ লক্ষ টাকা খরচ করে একটি দোকান খোলেন এবং ঠিক করে ব্যবসা চালাতে পারেন, তাহলে আপনি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। বছরে ব্যাংক ব্যালেন্স অচিরেই ক্রস করবে লাখের গণ্ডি। একই সঙ্গে স্টেশনারির দোকানে বিয়ের কার্ড, গিফট কার্ড ইত্যাদিও রাখতে পারেন। এ ধরনের আইটেম বিক্রি করেও আপনি একটু বেশি অর্থ উপার্জন করতে পারবেন।