এই মুহূর্তে যদি একটি দুর্দান্ত 4G স্মার্টফোন ক্রয় করতে চান, সে ক্ষেত্রে আজকের নিবন্ধটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের সঙ্গে এমন একটি স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি যেটি মাত্র 999 টাকায় ক্রয় করতে পারবেন আপনি। আজ্ঞে হ্যাঁ, রিলায়েন্স জিওর তরফ থেকে সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে। Jio 4G স্মার্টফোন মাত্র 999 টাকায় বিক্রি করার ঘোষণা করেছে সংস্থাটি। সারাদেশের মানুষকে ইন্টারনেট সুবিধার আওতাভুক্ত করতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি।
জানলে অবাক হবেন, মাত্র 999 টাকার এই স্মার্টফোন 23টি ভাষা সমর্থন করতে সক্ষম। Jio Bharat 4G স্মার্টফোনের একাধিক বৈশিষ্ট্য আপনাকে পাগল করে তুলতে পারে। দুর্দান্ত এই স্মার্টফোনটি রিলায়েন্স জিও-র জন্য কার্বন কোম্পানি দ্বারা নির্মাণ করা হয়েছে। তাছাড়া এতে 1000mAh ব্যাটারি সহ 1.77 ইঞ্চির ডিসপ্লে দেখতে পাবেন। দুর্দান্ত এই স্মার্টফোনটি সফলভাবে ব্যবহার করার জন্য 123 টাকার দুর্দান্ত প্ল্যান ঘোষণা করেছে রিলায়েন্স জিও। যেখানে আপনি 28 দিনের বৈধতার পাশাপাশি আনলিমিটেড কল এবং প্রতিদিন 500MB হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন।
কিভাবে ক্রয় করবেন ফোনটি?
রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হয়েছে, তাদের যেকোনো স্টোর থেকে ক্রয় করা যাবে ফোনটি। তাছাড়া, Jio Bharat 4G স্মার্ট ফোন বিক্রির অংশীদার হিসেবে অ্যামাজনকে নির্বাচিত করেছে রিলায়েন্স জিও। যেখানে, 28শে আগস্ট দুপুর 12 টা থেকে বিক্রি শুরু হয়েছে Jio Bharat 4G ফোন। অ্যামাজন ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ফোনটি মাত্র 999 টাকায় ক্রয় করতে পারবেন গ্রাহকরা। গ্রাহকরা চাইলে সাথে 1 বছরের রিচার্জ প্ল্যানও গ্রহণ করতে পারবেন।







