এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান তবে নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের এমন একটি দুর্দান্ত স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি যেটি বর্তমান সময়ের তরুণদের অন্যতম পছন্দের মোবাইল। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে বহুল আলোচিত Google Pixel 6a স্মার্টফোনের উপর দুর্দান্ত অফার দিচ্ছে অনলাইন শপিং সেন্টার ফ্লিপকার্ট। যেখানে আপনি সরাসরি 16,000 টাকার ফ্লাট ডিসকাউন্ট পাবেন। তবে অফারটি জানার পূর্বে চলুন জেনে নেওয়া যাক দুর্দান্ত এই মোবাইলের অবিশ্বাস্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে-
যদি Google Pixel 6a স্মার্টফোনের দুর্দান্ত ডিসপ্লের কথা বলি, তবে এই ফোনটিতে 6.1 ইঞ্চির OLED ডিসপ্লে দেখতে পাবেন আপনি। যেটির সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 4-এর প্রটেকশন দিয়েছে কোম্পানি। প্রসেসর হিসেবে দুর্দান্ত এই স্মার্টফোনে অক্টাকোর গুগল টেনসর চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে এই ফোনে প্রধান লেন্স হিসেবে 12.2 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করেছে কোম্পানি। যার পাশাপাশি 12 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সরও রয়েছে । পিছনে দুটি ক্যামেরার পাশাপাশি সামনে একটি 8 মেগাপিক্সেলের শক্তিশালী সেলফি ক্যামেরাও লক্ষ্য করা যাবে। দুর্দান্ত এই স্মার্টফোনটি 6GB RAM এবং 128GB storage-এর সঙ্গে বাজারে উপলব্ধ হবে।

যদি শক্তিশালী এই স্মার্টফোনের দুর্দান্ত অফার সম্পর্কে বলি, তবে এই ফোনটি গত বছর লঞ্চ হওয়ার সময় 43,999 টাকা ছিল। যেটি এই মুহূর্তে ফ্লিপকার্টে 27,900 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া যদি আপনি SBI ব্যাংকের কার্ডধারী হন সেক্ষেত্রে দুর্দান্ত এই স্মার্টফোনে সরাসরি 10% ছাড় পাবেন। এছাড়া দুর্দান্ত এই স্মার্টফোনের ক্ষেত্রে এক্সচেঞ্জ বোনাস অফার রেখেছে ফ্লিপকার্ট। সে ক্ষেত্রে আপনি আপনার পুরনো স্মার্টফোনের বদলে সর্বোচ্চ 26,250 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন Google Pixel 6a ফোনটি ক্রয় করার জন্য।







