এই মুহূর্তে যদি আপনি দুর্দান্ত মাইলেজের বাইক ক্রয় করতে চান, তবে Hero Splendor Plus হতে পারে আপনার জন্য উপযুক্ত বিকল্প। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, গাড়িটি লিটার প্রতি তেলে 65 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। ভারতের বাজারে সেরা এই গাড়িটির চাহিদা বর্তমানে তুঙ্গে রয়েছে। এর প্রধান কারণ হলো, দুর্দান্ত মাইলেজের সাথে অবিশ্বাস্য ফির্চাস।
আজ্ঞে হ্যাঁ, নতুন Hero Splendor Plus বাইকে আপনি একাধিক চোখ ধাঁধানো ফির্চাস দেখতে পারবেন। যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, তবে দিল্লির এক্স শোরুমে গাড়িটি 74,491 টাকা থেকে 75,811 টাকায় বিক্রি হচ্ছে। তবে আজ আমরা আপনাদের জন্য এমন তিনটি অবিশ্বাস্য ডিল নিয়ে এসেছি, যা দেখলে অবাক হয়ে যাবেন আপনি। সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রয়ের ওয়েবসাইটে Hero Splendor Plus বাইক বিজ্ঞাপন দিয়েছেন বিক্রেতারা। যেখানে মাত্র 18,000 টাকা দাম রাখা হয়েছে এই গাড়িটির।
1. প্রথম ডিল: দিল্লির নম্বার প্লেট সহ এই গাড়িটি বিক্রি করার জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছেন বিক্রেতা। 2014 সালের Hero Splendor বাইকের জন্য তিনি 18,000 টাকা দাম চেয়েছেন।
2. দ্বিতীয় ডিল: এটিও দিল্লির নম্বর প্লেট সহ রেজিস্ট্রেশন করা হয়েছে ওয়েবসাইটে। 2015 সালের Hero Splendor বাইকের জন্য 24,000 টাকা দাম চেয়েছেন বিক্রেতা।
3. তৃতীয় ডিল: সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রয়ের ওয়েবসাইটে সম্পূর্ণ নতুন এই গাড়িটি বিক্রয়ের জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে। 2023 মডেলের Hero Splendor গাড়ির জন্য 32,000 টাকা দাম চেয়েছেন বিক্রেতা।