বিগ সেলে Jio স্মার্টফোন কিনুন মাত্র 649 টাকায়! পেয়ে যান আনলিমিটেড কলের সাথে ইন্টারনেট 12 মাসের জন্য

সম্প্রতি ভারতের বাজারে নিজেদের ব্যবসার তুরুপের তাস লঞ্চ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ভারতের টেলিকমিউনিকেশন সেক্টরে রাজত্ব করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে মুকেশ আম্বানির এই কোম্পানিটি। কোটি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

সম্প্রতি ভারতের বাজারে নিজেদের ব্যবসার তুরুপের তাস লঞ্চ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ভারতের টেলিকমিউনিকেশন সেক্টরে রাজত্ব করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে মুকেশ আম্বানির এই কোম্পানিটি। কোটি কোটি গ্রাহকদের সুবিধার্থে Reliance Jio Phone 3 নামে একটি 4G স্মার্ট ফোন লঞ্চ করেছে Jio‌। শুধু তাই নয়, 4,500 টাকা দামের এই স্মার্টফোনে বিশেষ অফার দিচ্ছে জিও গোষ্ঠী। যে অফারটি জানার পর আপনি এখনই ক্রয় করবেন Reliance Jio Phone 3 নামের দুর্দান্ত স্মার্টফোনটি।

Advertisements

প্রথমেই যদি Reliance Jio Phone 3 স্মার্টফোনের দুর্দান্ত ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে লক্ষ্য করা যাবে। যা 720×1440 পিক্সেল রেজুলেশন সমর্থন করতে সক্ষম হবে। পাশাপাশি, 2GB RAM-এর সাথে 16GB ইন্টারনাল স্টোরেজ থাকবে দুর্দান্ত এই স্মার্টফোনে। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, Reliance Jio Phone 3 মুঠোফোনটি 4G, 3G এবং 2G নেটওয়ার্ক সমর্থন করতে সক্ষম হবে।

Advertisements

এখানেই শেষ নয়, Reliance Jio Phone 3 স্মার্টফোনে প্রফেসর হিসেবে দেখা যাবে কোয়াড-কোর কোয়ালকম 215 চিপসেট। যা ফোনটিকে স্মুথ ভাবে চলতে সাহায্য করবে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে শো-রুমে এই ফোনের দাম ধার্য করা হয়েছে মাত্র 649 টাকা। শুধু তাই নয়, দুর্দান্ত এই স্মার্টফোনটি ক্রয় করলে আপনি 30 দিনের বিনামূল্যে Jio রিচার্জ প্ল্যান পাবেন। এই প্ল্যানে আপনি আনলিমিটেড ভয়েস কলিং, 100 SMS/দিন এবং 2GB/দিন ডেটা পাবেন। এছাড়া Reliance Jio Phone 3 স্মার্টফোনের সাথে আপনি দুই বছরের ওয়ারেন্টি পাবেন।

Advertisements