Motorola G52: 7,000 টাকা সস্তায় আজই কিনুন Motorola G52, 50MP ক্যামেরা সহ দেখে নিন ফোনটির অবিশ্বাস্য ফির্চাস

এই মুহূর্তে আপনি যদি একটি নতুন স্মার্টফোন ক্রয় করতে চান, সে ক্ষেত্রে এই নিবন্ধটি আপনার জন্য হতে চলেছে অতি গুরুত্বপূর্ণ। আজ আমরা এই নিবন্ধে আপনাদের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে আপনি যদি একটি নতুন স্মার্টফোন ক্রয় করতে চান, সে ক্ষেত্রে এই নিবন্ধটি আপনার জন্য হতে চলেছে অতি গুরুত্বপূর্ণ। আজ আমরা এই নিবন্ধে আপনাদের জানাতে চলেছি, কিভাবে 5,000 টাকা কম মূল্যে একটি Motorola G52 স্মার্ট ফোন ক্রয় করতে পারবেন। তবে অফারটি জেনে নেওয়ার পূর্বে চলুন জেনে নেওয়া যাক, ফোনটির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে –

Advertisements

যদি Motorola G52 ফোনের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি সেক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই স্মার্টফোনটি Snapdragon 680 প্রসেসর এবং 6.5-ইঞ্চি পোলড ডিসপ্লের সঙ্গে বাজারে উপলব্ধ রয়েছে। আপনি দুর্দান্ত এই অফারটি গ্রহণ করতে পারবেন শুধুমাত্র 4GB RAM ও 64GB স্টোরেজের ফোনটিতে।

Motorola G52 ফোনটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে উপলব্ধ রয়েছে। তাছাড়া দুর্দান্ত এই ফোনটিতে 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে ফোনটি বাজারে দুটি কালারে বিক্রি হচ্ছে। আপনি চাইলে সবুজ কিংবা গ্রে কালারের প্যাকেজ গ্রহণ করতে পারেন।

যদি Motorola G52 ফোনের অফার সম্পর্কে বলি, তবে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সামার সেভিং ডেস সেল চলছে। আর সেখান থেকেই অফারটি গ্রহণ করে দুর্দান্ত এই স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন আপনি। অফারটির মাধ্যমে আপনি 17,999 টাকার মোবাইলটি 38% ছাড়ে মাত্র 10,999 টাকায় ক্রয় করতে পারবেন।

Advertisements
Advertisements