Toyota Mini Fortuner: মাত্র 10 লাখে কিনুন Toyota Mini Fortuner, 29KM মাইলেজের সাথে রয়েছে অবিশ্বাস্য ফির্চাস

এই মুহূর্তে ভারতীয় বাজারে টয়োটা ফরচুনার এবং মাহিন্দ্রা থারের চাহিদা বিদেশে ফেরারি কিংবা ল্যাম্বরগিনির চাহিদার মতোই। বর্তমানে ভারতে প্রত্যেকেই স্বপ্ন দেখেন একটি টয়োটা ফরচুনার অথবা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে ভারতীয় বাজারে টয়োটা ফরচুনার এবং মাহিন্দ্রা থারের চাহিদা বিদেশে ফেরারি কিংবা ল্যাম্বরগিনির চাহিদার মতোই। বর্তমানে ভারতে প্রত্যেকেই স্বপ্ন দেখেন একটি টয়োটা ফরচুনার অথবা মাহিন্দ্রা থারের মালিক হওয়ার। যদি আপনি আপনার এই স্বপ্ন পূরণ করতে চান সেক্ষেত্রে টয়োটার আরবান ক্রুজার হাইরাইডার গাড়িটি হয়ে উঠতে পারে আপনার জন্য সেরা বিকল্প। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, টয়োটার আরবান ক্রুজার হাইরাইডার গাড়িটির চোখ ধাঁধানো ফির্চাস সম্পর্কে –

Advertisements

টয়োটার আরবান ক্রুজার হাইরাইডার গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্যের কথা বলি, তবে এই গাড়িটি 4365 মিলিমিটার লম্বা। গাড়িটিতে ফ্ল্যাট বনেট সহ টুইন এলইডি ডিআরএল লাইট সেট-আপ লক্ষ্য করা যায়। এতে 17 ইঞ্চির অ্যালয় হুইল সহ 210 মিলিমিটারের বিশাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। পাশাপাশি দুর্দান্ত এই গাড়িতে 9-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে, যার মাধ্যমে আপনি গাড়িটির সমস্ত অপারেশন গুলো সম্পন্ন করতে পারবেন।

Advertisements

যদি টয়োটার আরবান ক্রুজার হাইরাইডার গাড়িটির ইঞ্জিন সম্পর্কে বলি, তবে তিনটি ইঞ্জিন বিকল্পের সাথে গাড়িটি ভারতীয় বাজারে উপলব্ধ রয়েছে। যার মধ্যে রয়েছে নিও ড্রাইভ, স্ব-চার্জিং স্ট্রং হাইব্রিড ইলেকট্রিক এবং ই-সিএনজি। আপনি জানলে অবাক হবেন, টয়োটার আরবান ক্রুজার হাইরাইডার গাড়িটি লিডার প্রতি তেলে 27.97 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বললে, এটি এক্স শোরুমে 10.48 লক্ষ টাকা থেকে শুরু করে 18.54 লক্ষ টাকা পর্যন্ত হয়।

Advertisements