TVS 100cc: বাম্পার অফার দিচ্ছে TVS, মাত্র 39,990 টাকায় কিনুন 100cc স্কুটার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে দুশ্চিন্তায় পড়েছে ভারতের সাধারণ নাগরিকরা। বিষয়টি বুঝতে পেরে ইতিমধ্যে একাধিক কোম্পানি নিজেদের চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের বাইক অথবা স্কুটার নির্মাণ…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে দুশ্চিন্তায় পড়েছে ভারতের সাধারণ নাগরিকরা। বিষয়টি বুঝতে পেরে ইতিমধ্যে একাধিক কোম্পানি নিজেদের চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের বাইক অথবা স্কুটার নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। এই তালিকার যেমন ভারতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলি রয়েছে ঠিক তেমনি নতুন একাধিক কোম্পানি মনোযোগ দিয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাণে।

Advertisements

তবে ইলেকট্রিক গাড়ি বিপ্লবের যুগে নিজেদের পুরনো রাস্তাতেই অবস্থান করছে গাড়ি নির্মাণ কোম্পানি TVS। কোম্পানির তরফ থেকে ইতিমধ্যে একাধিক মডেলের পেট্রোল চালিত স্কুটার বাজারে লঞ্চ করা হয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, TVS Star city, sport, Radeon, XL100 মডেলের স্কুটার কিনতে পারবেন মাত্র 4050 টাকায়।

Advertisements

আজ আমরা এই নিবন্ধে TVS XL100 মডেলের স্কুটার সম্পর্কে জানাতে চলেছি। দুর্দান্ত এই স্কুটারটির দাম জেনে নেওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এর দুর্দান্ত কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। দুর্দান্ত এই গাড়িটিতে 99.7cc-র একটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই স্কুটারের সামনে-পিছনে 110mm ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এছাড়া দুর্দান্ত এই গাড়িটিতে 4 লিটারের একটি জ্বালানি ট্যাঙ্ক প্রদান করা হয়েছে।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের XL100 স্কুটারটিতে ফোন চার্জ দেওয়ার জন্য USB পোর্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি দুর্দান্ত এই গাড়িটি নিজের ওজনের চেয়ে বেশি ভার বহন করতে পারে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ। যদি দুর্দান্ত এই স্কুটারের দামের কথা বলি, সেক্ষেত্রে এই স্কুটারটি ক্রয় করতে হবে আপনাকে মাত্র 39,990 টাকা খরচ করতে হবে।

Advertisements