Electric Car: বাজারে প্রবেশ নতুন ইলেকট্রিক গাড়ির, 24 ঘন্টায় হল 10 হাজারেরও বেশি বুকিং

ইলেকট্রিক গাড়ির জগতে বিস্ময়কর আবিষ্কার নিয়ে আত্মপ্রকাশ করল চায়না গাড়ি নির্মাণ কোম্পানি BYD। চীনের এই জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানি চলতি বছর সাংহাইতে নিজেদের দুর্দান্ত ইলেকট্রিক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ইলেকট্রিক গাড়ির জগতে বিস্ময়কর আবিষ্কার নিয়ে আত্মপ্রকাশ করল চায়না গাড়ি নির্মাণ কোম্পানি BYD। চীনের এই জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানি চলতি বছর সাংহাইতে নিজেদের দুর্দান্ত ইলেকট্রিক গাড়িটি বিক্রির জন্য লঞ্চ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই, 5 দরজা বিশিষ্ট এই ইলেকট্রিক গাড়িটির বুকিং শুরু হওয়ার পর থেকে মাত্র 24 ঘন্টায় 10,000 ইউনিটের বেশি গাড়ি বুকিং হয়েছে। বিষয়টি ইলেকট্রিক গাড়ির জগতে একটি নতুন মাইল ফলক বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।

Advertisements

যদি দুর্দান্ত এই গাড়িটির আশ্চর্যজনক ফির্চাস সম্পর্কে বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, 5 দরজা বিশিষ্ট এই গাড়িতে 38kWh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই গাড়িটি রান করানোর জন্য 70kW মোটর ব্যবহার করেছে কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, নতুন এই ইলেকট্রিক গাড়িটি সর্বোচ্চ 130 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। যদি গাড়িটির দামের কথা বলি, সে ক্ষেত্রে দুর্দান্ত এই গাড়িটির দাম 9.4 লক্ষ টাকা থেকে শুরু করে 11.43 লক্ষ টাকা পর্যন্ত হয়।

Advertisements

সীগাল নামের এই ইলেকট্রিক গাড়ির যদি আরও অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এতে 5 ইঞ্চির ইন্সট্রুমেন্ট কনসোল, 12.8 ইঞ্চির ইনফোটেইমেন্ট স্ক্রিন, ওয়ারলেস চার্জিং প্যাড, দুর্দান্ত ড্রাইভিং সিট এবং এয়ার ব্যাগের মতো অত্যাধুনিক সুবিধা সংযুক্ত করা হয়েছে। গাড়িটি বর্তমানে দুটি ভেরিয়েন্টে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চায়না এই কোম্পানিটি। 30kWh ব্যাটারি প্যাক সম্মিলিত গাড়িটি 305 কিলোমিটার রেঞ্জ এবং 38kWh ব্যাটারি প্যাক সম্মিলিত গাড়িটি সর্বোচ্চ 405 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, চায়না এই গাড়িটি ভারতের বাজারে Tata Tiago অথবা Tata Nexon -এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

Advertisements