মাত্র ৮০,০০০ টাকায় ঘরে আনুন স্বপ্নের চার চাকা গাড়ি, মেইনটেনেন্স কম মাইলেজ বেশি

নিজের একটা গাড়ি হবে সেটা কে না চাইবে। কিন্তু চাইলেই তো আর হল না, গাড়ি কেনার জন্য দরকার হয় মোটা টাকার। এখন অবশ্য অনেক সুবিধা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

নিজের একটা গাড়ি হবে সেটা কে না চাইবে। কিন্তু চাইলেই তো আর হল না, গাড়ি কেনার জন্য দরকার হয় মোটা টাকার। এখন অবশ্য অনেক সুবিধা রয়েছে। একেবারে সব টাকা না দিলেও চলবে। অল্প টাকার বিনিময়ে গাড়ি করতে পারেন নিজের নামে। বিশেষত মারুতি সুজুকি Alto-র মতো গাড়ি হলে তো কোনো কথাই নেই।

Advertisements

Maruti Alto K 10 এর পরিচয় নতুন করে আর না দিলেও চলবে। এটি পুরানো মডেলের Alto-র চেয়ে বড়, বোল্ড লুক রয়েছে এবং ডিজাইন আরও আকর্ষণীয়। এই হ্যাচব্যাকটি নতুন প্রজন্মের কে-সিরিজ ১.০ লিটার ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন দ্বারা চালিত। নতুন Alto K 10 দৈর্ঘ্যে ৩ হাজার ৫৩০ মিমি, প্রস্থে ১ হাজার ৪৯০ মিমি, উচ্চতায় ১ হাজার ৫২০ মিমি এবং ২ হাজার ৩৮৯ মিমি হুইলবেস সম্পন্ন গাড়ি। এই গাড়িতে রয়েছে একাধিক সেফটি ফিচার। ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন (ইবিডি), রিভার্স পার্কিং সেন্সরসহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর প্রাথমিক এক্স শোরুম মূল্য ৩.৯৯ লক্ষ টাকা।

Advertisements

এমন পরিস্থিতিতে আপনি যদি এই গাড়িটি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এর বেস এবং টপ ভ্যারিয়েন্টে ২০ শতাংশ ডাউন পেমেন্ট দেওয়ার পর EMI-এর অংক কষে দেখেছি। Alto K 10 ৬ টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর টপ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ৫.৮৪ লক্ষ টাকা পর্যন্ত।

এমতাবস্থায় এর কোন ভ্যারিয়েন্টের এক্স-শোরুম প্রাইসে ২০% ডাউন পেমেন্ট দেওয়ার পর আপনাকে কত টাকা লোন নিতে হবে? এই ঋণের উপর কত সুদ, ঋণ শোধ করার জন্য আপনার পকেট থেকে কত অতিরিক্ত টাকা লাগবে ইত্যাদি বিষয়গুলো হিসেব করা হয়েছে এই প্রতিবেদনে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অটো লোনে ৭.৩৫% থেকে ৮.০৫% পর্যন্ত সুদ নিচ্ছে। এই সুদের হার ৫ বছর থেকে ৭ বছর পর্যন্ত। অর্থাৎ গাড়ির এক্স-শোরুম মূল্যের ২০% ডাউন পেমেন্ট করে অবশিষ্ট পরিমাণ ঋণ নিতে পারবেন। যার পরে বাকি টাকা ইএমআইতে এই ঋণ পরিশোধ করতে পারবেন। অল্টো কে১০ এর এসটিডি (ও) এর এক্স-শোরুম মূল্য ৩,৯৯,০০০ টাকা। এর ২০% ডাউন পেমেন্টের জন্য আপনাকে ৭৯,৮০০ টাকা খরচ করতে হবে। এই পরিস্থিতিতে, ৮% সুদে ৭ বছরের জন্য লোনের পরিমাণ হতে পারে ৩ লক্ষ ১৯ হাজার ২০০ টাকা। লোন নেওয়ার পর আপনাকে প্রতি মাসে ৪,৯৭৫ টাকা ইএমআই দিতে হবে। সব মিলিয়ে সুদ সমেত মোট ৪ লক্ষ ১৭ হাজার ৯১০ টাকা দিতে হবে। অর্থাৎ আপনাকে মোট ৯৮ হাজার ৭১০ টাকা পকেট থেকে দিতে হবে।

Advertisements