সরকারের পক্ষ থেকে দারুণ সুযোগ দেওয়া হচ্ছে। আপনার কাছে রেশন কার্ড থাকলে বড় অংকের অর্থ সাহায্য পেতে পারেন আপনি। প্রশাসনের পক্ষ থেকে আগের থেকে বাড়িয়ে দেওয়া হচ্ছে অর্থ সাহায্যের পরিমাণ। বিশেষ করে সমাজে তথাকথিত পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন রকমের প্রকল্পে নিয়ে এসেছে সরকার। রাজ্য ও কেন্দ্র, উভয় দিক থেকেই মানব কল্যাণে নেওয়া হয়েছে কিছু পদক্ষেপ।
সম্প্রতি সরকার বি আর আম্বেদকর আবাস সংস্কার প্রকল্পের আওতায় ৮০ হাজার টাকা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ, বাড়ি মেরামত করার জন্য অর্থ সাহায্য করার হবে সরকারের পক্ষ থেকে। প্রশাসনের এই উদ্যোগ প্রসঙ্গে ডিসি কুমার গার্গ জানিয়েছেন, ‘এতো দিন পর্যন্ত শুধু মাত্র তপশিলি জাতির BPL পরিবার গুলো এই প্রকল্পের সুবিধা ভোগ করছিল। এখন সমস্ত বিপিএল পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে।’ জানা গিয়েছে, এতো দিনপর্যন্ত এই প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকা করে দিত সরকার। সেটাই এখন বাড়িয়ে করা হচ্ছে ৮০ হাজার টাকা। তবে এই অর্থ সাহায্য পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।
যেমন – যে বাড়ি মেরামত করার কথা ভাবছেন, সেই বাড়ির আয়ু অন্তত ১০ বছর হতে হবে। আবেদনকারীকে অবশ্যই একজন বিপিএল রেশন কার্ড হোল্ডার হতে হবে। এছাড়াও বিপিএল রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের বইয়ের নাম্বার, বিদ্যুতের বিল, ফোন নাম্বার এবং ঘর নির্মাণের জন্য ব্যায়িত অর্থের প্রমাণপত্র-ও দরকার পড়তে পারে।