দেশের বেশ কিছু জায়গায় হয়ে চলেছে অবিরাম বৃষ্টি। তেমনই সরকারের সিদ্ধান্তে বর্ষিত হতে পারে আশীর্বাদ। কারণ বেতন এক ধাক্কায় বাড়তে পারে অনেকটা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিএ এবং বেতন নিয়ে বড় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া স্থগিত থাকা ডিএ বকেয়ার তিনটি কিস্তিই হস্তান্তরের কথা ভাবছে সরকার। যদি তা হয় তবে এই বছরটি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মনে রাখার মতো হতে চলেছে। এতে প্রায় এক কোটি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এখন ৪ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে, যার পরে এটি ৪৬ শতাংশে গিয়ে পৌঁছবে। এর মাধ্যমে কর্মচারীদের মূল বেতন রেকর্ড আকারে বাড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ৪২ শতাংশ ডিএ সুবিধা পাচ্ছেন।
সপ্তম বেতন কমিশন অনুসারে, কর্মচারীদের ডিএ বছরে দু’বার বাড়ানো হয়। এর হার জুলাই এবং জানুয়ারী থেকে কার্যকর করা হয়। এর জন্য মুখিয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। এর আগে মার্চ মাসে ডিএ বাড়ানো হয়েছিল, যার পরে বেতনে পরিমাণ বৃদ্ধি সম্ভব বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে আটকে থাকা ১৮ মাসের ডিএ বকেয়া টাকা শীঘ্রই পেতে চলেছে কেন্দ্রীয় সরকার। করোনাকালীন সময়ে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সরকার বকেয়া ডিএ’র টাকা পাঠায়নি, যার পর থেকে কর্মচারীরা ক্রমাগত দাবি জানিয়ে আসছেন। সরকার এখন দ্রুত এই সমস্যার সমাধান করে কর্মীদের মন জয় করতে পারে বলে অনেকে দাবি করছেন।







