ভারতীয় বাজারে দিনের পর দিন ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বর্তমানে ইলেকট্রিক গাড়ি ক্রয়ের দিকে মনোনিবেশ করছেন গ্রাহকরা। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বর্তমানে প্রত্যেকটি গাড়ি নির্মাণ কোম্পানি ইলেকট্রিক ব্যাটারির দ্বারা চালিত গাড়ি নির্মাণ করছে। ফলে বর্তমানে ভারতীয়দের কাছে একাধিক বিকল্প রয়েছে। গ্রাহকরা চাইলে নিজের পছন্দমত ফির্চাসের গাড়ি ক্রয় করতে পারেন শোরুম থেকে। তবে আজ আমরা এমন একটি স্কুটার সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, যার মাইলেজ দেখলে আপনার চোখ কপালে উঠবে।
কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, তাদের স্কুটারটি এক চার্জে 550 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিস্ময়কর এই ইলেকট্রিক স্কুটারের নাম Okinawa Okhi 90। তবে বাস্তবে এই ইলেকট্রিক স্কুটারের মাইলেজ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গাড়ি বিশেষজ্ঞরা। কারণ এই স্কুটারের ভিতরে 3.6 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যে ব্যাটারির ক্ষমতা অনুসারে একটি ইলেকট্রিক স্কুটার সর্বোচ্চ 140 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। ফলে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানের 550 কিলোমিটার মাইলেজের ধারণা প্রথমেই মিথ্যা প্রমাণিত হয়।
তবে গাড়িটি ইতিমধ্যে নানাভাবে পরীক্ষা করা হয়েছে এর মাইলেজ নিয়ে। গাড়িটি আপনি দুটি মোডে চালাতে পারবেন। ইকো মোড়ে আপনি সর্বোচ্চ 40-50 কিলোমিটার গতি পাবেন এবং স্পোর্টস মোডে আপনি সর্বোচ্চ 80-85 কিলোমিটার গতি পাবেন। এর পাশাপাশি ইকো মোড়ে গাড়িটি সর্বোচ্চ 130-135 কিলোমিটার এবং স্পোর্টস মোডে সর্বোচ্চ 100-110 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। যদি এই গাড়িটি আপনি বর্তমানে ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনাকে 1,86,000 টাকা খরচ করতে হবে।