জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা তুঙ্গে। বাধ্য হয়ে একাধিক কোম্পানি তাদের পেট্রোলের স্কুটার কিংবা বাইক নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণ করছে। তবে ইলেকট্রিক স্কুটার নির্মাণে বিগত কয়েক বছরে একাধিক নতুন কোম্পানি শক্তিশালী স্কুটার বাজারে লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে। আজ আমরা যে ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, সেটি ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে Vespa। চলুন গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য এবং দাম জেনে নেওয়া যাক-
নতুন এই ইলেকট্রিক স্কুটারটি খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা। Vespa তাদের নতুন ইলেকট্রিক স্কুটারে একাধিক চোখ ধাঁধানো ফির্চাস দিতে চলেছেন। যার মধ্যে এই স্কুটারটির ব্যাটারি প্যাক হবে চোখে পড়ার মতো। Vespa Eletrica ইলেকট্রিক স্কুটারে একটি শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক পাওয়া যাবে বলে জানা গেছে। তাছাড়া একটি শক্তিশালী মটরও লক্ষ্য করা যাবে নতুন এই ইলেকট্রিক স্কুটারে। Vespa-র তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই গাড়িটি এক চার্জে সর্বোচ্চ 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে।
তাছাড়া দুর্দান্ত এই ইলেকট্রিক গাড়িটি সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে ছুটতে পারে বলেও দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। পাশাপাশি কোম্পানিটি তাদের ইলেকট্রিক স্কুটারটিকে অত্যন্ত আকর্ষণীয় চেহারায় ডিজাইন করছে বলেও জানানো হয়েছে। যদি দুর্দান্ত এই স্কুটারটির দামের কথা বলি, তবে অনুমান করা হচ্ছে এই ইলেক্ট্রিক স্কুটারটি এক্স শো-রুমে 90,085 টাকায় উপলব্ধ হবে। পাশাপাশি 2024 সালের মধ্যে Vespa এই স্কুটারটি বিক্রি শুরু করবে বলেও অনুমান করা হচ্ছে।
Vespa Electric Scooter: সাশ্রয়ে মূল্যে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Vespa, দেখে নিন দাম এবং দুর্দান্ত ফির্চাস
জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা তুঙ্গে। বাধ্য হয়ে একাধিক কোম্পানি তাদের পেট্রোলের স্কুটার কিংবা বাইক নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি…
Published By: Saikat Sarkar |
Published On:

Advertisements
Advertisements
Advertisements