সারাদেশে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা এখন এক মহা-উৎসবে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকারের নীতি অনুসারে, এখন প্রত্যেকটি ভারতবাসীকে তার প্যান কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও এই কার্যপ্রণালী এক সময় বিনামূল্যে করার সুযোগ ছিল, তবে সাধারণ মানুষ হেলায় সেই সুযোগ হারিয়ে বর্তমানে 1,000 টাকা জরিমানা দিয়ে কার্য আদায় করছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, 31শে মার্চ 2023 সাল পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এই সুযোগ ভোগ করতে পেরেছেন ভারতের সাধারণ নাগরিকরা।
তবে নির্ধারিত সময়ের মধ্যে ভারতের একটি বিরাট অংশের সাধারণ মানুষ সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। ফলে 1,000 টাকা জরিমানা সহ 30শে জুন পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দেয় ভারত সরকার। তবে পরিসংখ্যান বলছে, সেই সুযোগও কাজে লাগাননি কয়েক কোটি মানুষ। ফলে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে পড়তে পারেন তারা।
আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে প্যান কার্ড সাধারণ মানুষের অতি গুরুত্বপূর্ণ নথি হিসেবে প্রমাণিত হচ্ছে। ব্যাংকের সকল কাজকর্ম থেকে শুরু করে পরিচয় পত্র প্রদানের ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা পালন করছে প্যান কার্ড। তবে যারা এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার নম্বর লিংক করেননি, তাদের জন্য খুব শীঘ্রই বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।
বিভিন্ন সূত্রে প্রকাশিত খবর অনুসারে, প্যান কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করার শেষ সময়সীমা (অর্থাৎ ৩০শে জুন ২০২৩) উত্তীর্ণ হওয়ার পর নয়া নির্দেশিকা আসতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে। জানা যাচ্ছে যারা সরকারি এই নির্দেশিকা মানেননি, তাদের জন্য জরিমানা কয়েকগুণ বাড়াতে চলেছে সরকার। জানলে অবাক হবেন, এই জরিমানার পরিমান প্রায় 10,000 টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।







