আনাজের দাম বাড়লেও কমেছে মুরগীর মাংসের দাম। প্রায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে চিকেনের বাজার দর। কলকাতা সহ শহরতলিতে মুরগীর মাংসের দামের পতন লক্ষ্য করা গিয়েছে। যারা সব্জির বাড়তে দামের জন্য অসুবিধার মধ্যে ছিলেন তাদের স্বস্তি দিতে পারে চিকেন। ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে মুরগীর মাংসের ঝোল বা আপনার পছন্দের চিকেনের পদ তৈরি করার এখন সেরা সময়।
আগে বেশ কিছু জায়গায় চিকেনের সর্বোচ্চ দাম ছুঁয়েছিল ২৪০ টাকা প্রতি কেজি। গড়ে দাম ছিল কেজি প্রতি ২২০ টাকা। এখন দাম কমেছে কেজি প্রতি গড়ে কুড়ি টাকা করে। গড়ে মুরগীর মাংস বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। কোথাও এর থেকেও কম দামে চিকেন পাওয়া যাচ্ছে, ১৯০ টাকা প্রতি কেজি।
মুরগীর মাংসের দাম করলেও খাসির মাংসের দাম কিন্তু কমেনি। খাসির মাংসের দাম যথারীতি বেশির দিকে। প্রতি কেজি মাটন বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা কেজি দরে।

বাজারে ইলিশ মাছের অভাব নেই এখন। বিভিন্ন ওজন, সাইজের ইলিশ মাছ বাজারে পাওয়া যাচ্ছে। সাধ্যের মধ্যে রসনা তৃপ্তি করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। ৩০০- ৩৫০ গ্রাম ইলিশ, মানে ছোটো সাইজের ইলিশ মাছের দাম চলছে ৪০০- ৫০০ টাকা কেজি দরে। ৫০০-৬০০ গ্রামের ইলিশ হলে দাম পড়তে পারে প্রতি কেজি হিসেবে প্রায় হাজার টাকা। এক কেজি ওজনের ইলিশের দাম এখন ১,৬০০ থেকে ১,৮০০ টাকা পর্যন্ত।







