নির্ভেজাল প্রতিভা, অনাবিল আনন্দ, এই ভিডিও না দেখলে নেট চালানোই ব্যর্থ

এরকম ভিডিও সত্যি ভাইরাল হওয়াই উচিৎ। একটা ছোট্ট শিশু কি সুন্দর নাচছে! সহজ সরল ভাষায় এটাই হয়তো বহু মানুষের অভিব্যক্তি হবে এই ভিডিওটি দেখার পর।…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

এরকম ভিডিও সত্যি ভাইরাল হওয়াই উচিৎ। একটা ছোট্ট শিশু কি সুন্দর নাচছে! সহজ সরল ভাষায় এটাই হয়তো বহু মানুষের অভিব্যক্তি হবে এই ভিডিওটি দেখার পর। ২২ মাস মাত্র বয়স। তাতেই কি প্রতিভা। খুশি এই ছোট্ট খুদের দাদু দিদিমা। কারণ তার রক্তে বইছে পারিবারিক ঐতিহ্য।

Advertisements

পরী নামের এক খুদে তারকা লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে নেট মাধ্যমে। মাত্র বাইশ মাস বয়সে শিরডির এই ছোট্ট মেয়েটি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে। ইনস্টাগ্রামে ২ মিলিয়ন ফলোয়ার রয়েছে এই খুদের। ছোটো পায়ের নাচের স্টেপ এবং ভুবন ভোলানো হাসি দিয়ে পরী মাতিয়ে রেখেছে গোটা ভিডিও। তার অসাধারণ ছন্দ এবং নিখাদ প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করে ব্যাপক ভালোবাসা লাভ করেছে সে। পরী শিরডির মর্যাদাপূর্ণ সাইনাথ মাধ্যমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের নাতনি, যা শিক্ষার্থীদের নৃত্য শেখানোর জন্য পরিচিত।

Advertisements

নাচ এই ছোটো মেয়েটির রক্তে রয়েছে। কারণ এত অল্প বয়সে তার সহজাত প্রতিভা এবং ছন্দের স্বাভাবিক অনুভূতি রয়েছে। বাড়ির বড়রা নিশ্চই খুব খুশি হবেন নাতনির এই প্রতিভা দেখে। বজায় থাকছে পারিবারিক ঐতিহ্য। পরীর বাবা, মা প্রতিদিন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিও পোস্ট করেন। যা দ্রুত জনপ্রিয়তায় লাভ করেছে। ইতিমধ্যে মিলিয়নে রয়েছে ফলোয়ার্স। নাচের প্রতিভা ছাড়াও আরো একটি বিষয় পরীকে আর সবার থেকে আলাদা করে তুলেছে। নাচের সময় তার নিষ্পাপ মুখের হাসি এবং আনন্দ। এই নাচ যেন সত্যি তার ভিতর থেকে বেরিয়ে এসেছে এবং আনন্দের বর্ষণ হচ্ছে ভিডিও জুড়ে। আপনিও দেখুন, মন ভালো হয়ে যাবে। নৃত্যশিল্পী হিসাবে পরীর ভবিষ্যত আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।

Advertisements